কোহলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ কর্নাটক সরকারের
_original_1752830317.jpg)
আইপিএল ২০২৫-এ চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দ উদযাপনে বের হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ট্রফি প্যারেড রূপ নেয় এক মর্মান্তিক ঘটনায়। কর্নাটকের বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে জনসমুদ্রে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন, আহত হন অন্তত ৫০ জন।
এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট হাইকোর্টে জমা দিয়েছে কর্নাটক সরকার। রিপোর্টে আরসিবির অপেশাদারিত্ব, অনুমতি ছাড়াই ট্রফি প্যারেড আয়োজন, এবং অব্যবস্থাপনার বিষয়গুলো তুলে ধরা হয়। একইসঙ্গে ফ্র্যাঞ্চাইজির তারকা ক্রিকেটার বিরাট কোহলিকেও দায়ী করা হয়েছে।
সরকারের মতে, বিরাট কোহলি সামাজিক মাধ্যমে সমর্থকদের ট্রফি প্যারেডে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন। তার এই ভিডিও ভাইরাল হওয়ার পর হাজার হাজার মানুষ স্টেডিয়ামের আশপাশে ভিড় করেন। কিন্তু এত বড় জনসমাগম সামাল দিতে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না আয়োজকদের।
আরও পড়ুনপ্রতিবেদনে আরও বলা হয়, আরসিবি, আয়োজক প্রতিষ্ঠান ডিএনএ এন্টারটেইনমেন্ট এবং কর্নাটক ক্রিকেট সংস্থার মধ্যে সঠিক সমন্বয়ের অভাব ছিল। স্থানীয় পুলিশ প্রশাসনও সময়মতো কার্যকর পদক্ষেপ নেয়নি। স্টেডিয়ামের গেট দেরিতে খোলায় জনতা উত্তেজিত হয়ে পড়ে, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে বাধ্য হয়।
এই ঘটনায় দায়ী হিসেবে কর্নাটক সরকার এক শীর্ষ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে। পরে তার বরখাস্তের সিদ্ধান্ত বাতিল চেয়ে আবেদন করা হলেও সরকার তাতে আপত্তি জানায়। আদালত শুনানিতে সব পক্ষের বক্তব্য চাইবে বলে জানিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যেই আরসিবিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
মন্তব্য করুন