তিন ম্যাচ নিষিদ্ধ সাগরিকা, পাশাপাশি ৫০০ ডলার জরিমানা

স্পোর্টস ডেস্কঃ চলতি সাফ অনূর্ধ্ব’২০ নারী ফুটবল টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সাগরিকা খাতুন। নেপালের বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেন এই ফরোয়ার্ড। তার সঙ্গে দ্বন্দে জড়িয়ে নেপালের ডিফেন্ডার সিমরানও একই শাস্তি পান। দুজনেরই শাস্তি বেড়ে হয়েছে ৩ ম্যাচ, সঙ্গে দিতে হবে ৫০০ ডলার করে জরিমানা। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ হাজার টাকারও বেশি।
নেপালের বিপক্ষে ম্যাচের ৫৪তম মিনিটে ঘটে ঘটনাটি। মধ্যমাঠ থেকে বন্না খাতুন ধ্রু পাসে বল দেন সাগরিকার উদ্দেশ্যে। বল পেয়ে দ্রুত গতির সঙ্গে আক্রমণের দিকে এগিয়ে যায় সাগরিকাও। তবে নেপালের বক্সে প্রবেশের পর্বেই তাকে পেছন থেকে ট্যাকেল করেন প্রতিপক্ষের ডিফেন্ডার সিমরান রয়, এক পর্যায়ে সাগরিকার মাথা ও চুল টেনে ধরেন তিনি। তাতে শুরুতে উত্তেজনা ছড়ায় দুজনের মধ্যে। পরে তা ছড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যেই। সাগরিকা ও সিমরান দুজনকে লাল কার্ড দেখান রেফারি।
আরও পড়ুনএরপর ভুটানের বিপক্ষে খেলতে পারেননি সাগরিকা। আজ আবার একই দলের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা, সেই ম্যাচেও ছিলেন না তিনি। পরের ম্যাচে বাংলাদেশ আরেকবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সেখানেও সাগরিকাকে ছাড়াই খেলতে হবে। ২১শে জুলাই নেপাল-বাংলাদেশ ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত ফাইনাল হতে পারে। সেই ফাইনালে সাগরিকা ফিরবেন।
মন্তব্য করুন