ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

এবার মেসির আইকনিক ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল

উদীয়মান তারকা লামিনে ইয়ামাল

স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসির স্মৃতিবিজড়িত ১০ নম্বর জার্সি এবার তুলে দেওয়া হয়েছে ক্লাবের উদীয়মান তারকা লামিনে ইয়ামালের হাতে। রোববার ১৮ বছর পূর্ণ করার পর এক জমকালো অনুষ্ঠানে এই জার্সি পান ইয়ামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার পরিবার ও বার্সেলোনার শীর্ষ কর্মকর্তারা।

একই অনুষ্ঠানে ঘোষণা করা হয় ইয়ামালের নতুন চুক্তির বিষয়েও। এই চুক্তি অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলবেন এই উইঙ্গার।

মেসির পর ২০২১ সালে ১০ নম্বর জার্সি পেয়েছিলেন আনসু ফাতি। তবে ইনজুরির কারণে নিয়মিত মাঠে থাকতে না পারায় জার্সিটি ছিল কার্যত খালি। এবার সেই ঐতিহাসিক নম্বরের দায়িত্ব তুলে দেওয়া হলো ইয়ামালের কাঁধে।

বার্সার ইতিহাসে ১০ নম্বর জার্সিটি শুধু একটি নম্বর নয়, বরং একটি সম্মানের প্রতীক। রোনালদিনহো, রিভালদো, রোমারিও, ডিয়েগো ম্যারাডোনা ও সর্বশেষ লিওনেল মেসি এই জার্সি গায়ে চাপিয়ে ক্লাবকে এনে দিয়েছেন বহু সাফল্য।

ইয়ামালও জানেন, এই জার্সির গুরুত্ব কতটা। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, 'ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলার। ১০ নম্বর জার্সি পাওয়াটা বিশেষ অনুভূতির। মেসি নিজের পথ তৈরি করেছেন, এখন আমি আমার পথ গড়তে চাই।'

আরও পড়ুন

এখন পর্যন্ত বার্সার হয়ে ১০৬টি ম্যাচ খেলে ২৫টি গোল করেছেন ইয়ামাল। বয়স কম হলেও নিজের পারফরম্যান্স দিয়ে এরইমধ্যে ভক্তদের আস্থা অর্জন করেছেন তিনি। এবার তার সামনে আরও বড় চ্যালেঞ্জ—মেসিদের উত্তরাধিকার বহন করা।

বার্সেলোনার সমর্থকরা এখন তাকিয়ে ইয়ামালের দিকে। ইতিহাস গড়া এই জার্সি গায়ে চাপিয়ে তিনি কতদূর যেতে পারেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান’

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন