ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

আইসিসি অন্যায়ভাবে ভারতকে সুবিধা দিচ্ছে : প্যাট কামিন্স

আইসিসি অন্যায়ভাবে ভারতকে সুবিধা দিচ্ছে : প্যাট কামিন্স, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আবারও পুরনো বিতর্ক উস্কে দিলেন প্যাট কামিন্স। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি অন্যায়ভাবে ভারতকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। হাইব্রিড মডেলের অজুহাতে ভারত সবগুলো ম্যাচ খেলছে দুবাই। এর ফলে রোহিতরা বাড়তি সুবিধা পাচ্ছে বলে অভিযোগ তোলেন কামিন্স।

বিসিসিআই’র মন রক্ষা করতে আইসিসি’র একচোখা নীতি বহু পুরোনো। যা থেমে নেই চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। বাংলাদেশের বিপক্ষে ভারতের উদ্বোধনী ম্যাচের আগে কোহলিদের সেন্টার উইকেটে অনুশীলন করার সুবিধা দিয়েছে আইসিসি। অথচ শান্তদের উইকেট দেখারও সুযোগ হয়নি। মাঠে অনুশীলন করা তো বহু দূরের কথা। এই অনিয়ম নিয়ে বাংলাদেশের পক্ষে প্রতিবাদ জানানো সম্ভব না হলেও চুপ থাকেনি অস্ট্রেলিয়া। অন্যায়ভাবে আইসিসি যে ভারতকে সুবিধা দিয়েছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। হাইব্রিড মডেলের অজুহাতে নিজেদের সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলছে ভারত। যেখানে ‘এ’ গ্রুপের বাকি দলগুলো পাকিস্তান ইউএই জার্নি করছে সেখানে সাহেব বাবুদের মধ্যপ্রাচ্যে আরাম আয়েশের সুযোগ করে দিয়েছে আইসিসি। ভেন্যু হিসেবেও এমন একটা মাঠ নির্বাচন করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যেখানে কখনোই ওয়ানডে ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া।

আরও পড়ুন

এ বিষয়ে প্যাট কামিন্স বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাগুলো হয়তো মাঠে চলছে। কিন্তু অবশ্যই ভারতকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তাদের খুবই শক্তিশালী দেখাচ্ছে। এই সুযোগ আসলে করে দেওয়া হয়েছে ভারতকে একই মাঠে খেলার সুবিধা দিয়ে। এটা আইসিসির অন্যায় সিদ্ধান্ত।’ এর আগে টি-২০ বিশ্বকাপেও আইসিসি’র কাছ থেকে নানা সুবিধা পেয়েছিল ভারত। যার ওপর ভর করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পায় টিম ইন্ডিয়া। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উর্বশীর সাজ নিয়ে অনুরাগীদের নানা কটাক্ষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৩ জনকে অব্যাহতি

‘প্রধান উপদেষ্টা’ হিসেবে প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে পৌঁছেছেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন ড. ইউনূস

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের