উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিএনপি’র মৌন মিছিল কর্মসূচি পালন

করতোয়া ডেস্ক : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আজ শুক্রবার (১৮ জুলাই) বিএনপি’র মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমাদের প্রতিনিধিরা জানান-
পঞ্চগড় : বিকেলে পঞ্চগড় জেলা বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের ব্যানারে মৌন মিছিলটি জেলা শহরের দলীয় কার্যালয় থেকে বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা কৃষক দলের সাধারণ শাহজাহান সিরাজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতারা বক্তব্য রাখেন।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে জেলা বিএনপি’র আয়োজনে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীরা জুলাই শহিদদের স্মরণে কালো ব্যাজ ধারণ করে। পরে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় থেকে মৌন মিছিল বের হয়।
মিছিলে কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক সহ-সভাপতি সহিরুজ্জামান সাজু, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলীমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়া জুম্মার নামাজের পর মসজিদগুলোতে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত হয়।
দিনাজপুর : জেলা বিএনপি’র আয়োজনে জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে মৌন মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করেন। মিছিলে দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এড. মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবু বকর সিদ্দিক, সোলায়মান মোল্লা, আখতারুজ্জামান জুয়েল, হাফিজুর রহমান সরকারসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। এর আগে দলীয় কার্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনকিশোরগঞ্জ (নীলফামারী) : মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিমের নেতৃত্বে মৌন মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান বাজার প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে, শহিদদের আত্মার মাগফেরাত কামনা ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে দোয়া মাহফিল হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ আলম বাবু, মহিলা দলের সভাপতি নাজমা আকতার, সাধারণ সম্পাদক সাথী আক্তার, কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক জোবায়ের ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামানিক প্রমুখ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র উদ্যোগে শোক ও মৌন মিছিল এদিন বিকেলে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয় থেকে বের হয়। এতে সৈয়দপুর রাজনৈতিক জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এড. এসএম ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এমএ পারভেজ লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু প্রমুখ। এরপর জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত শহিদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সদস্য সচিব মাওলানা কাজী সাইদুল ইসলাম। এসময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি কাজী একরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, হাফিজ খান, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবু সরকার, আমজাদ হোসেন টিটু, জাহাঙ্গীর আলম, আলহাজ্ব রশিদুল হক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন