ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

পাথর লুটের ঘটনায় প্রশাসনের যোগসাজশ ছিল: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের সঙ্গে স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলেও জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
 
রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি একনেকের সভায় অংশগ্রহণ করেন।
 
নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে পরিবেশ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। এ জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে, এবং তারা সেই নির্দেশনা অনুসারে প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই অন্তর্বর্তী সরকারের অবস্থান।
 
নির্বাচনের সময় ঘোষণা করার পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য আসছে। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে, এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর নিজেদের হিসাব-নিকাশ এবং রাজনীতি আছে, তবে সরকারের অবস্থানের সঙ্গে তা কোনো সম্পর্ক রাখে না।
 
দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, বিদেশে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কোনো লিখিত নির্দেশনা আছে বলে জানা নেই। এ বিষয়ে উপদেষ্টা পরিষদেও কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে, এটি নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্কিত নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিস

এনসিপির কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: রিজওয়ানা

বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

শ্রীপুরে দেওয়াল ধসে কারখানা শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহে যানজট নিরসন অভিযানে শতাধিক দোকান উচ্ছেদ