ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

এক পয়েন্ট পেলেই বিশ্বকাপ খেলা নিশ্চিত আর্জেন্টিনার

এক পয়েন্ট পেলেই বিশ্বকাপ খেলা নিশ্চিত আর্জেন্টিনার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : প্রথম দেশ হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে জাপান। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের টিকিট কেটেছে এশিয়ার এই দেশ। দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করার একেবারেই দ্বারপ্রান্তে আছে আর্জেন্টিনা। আর মাত্র এক পয়েন্ট পেলেই আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে। আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টায় ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে ড্র করে অন্তত একটা পয়েন্ট তুলতে পারলেই বিশ্বকাপে পা রাখবে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ রাউন্ডে ২৮ পয়েন্ট তুলে টেবিলে শীর্ষে আছে। বাকি পাঁচ ম্যাচেও যদি তারা হারে সেক্ষেত্রে অষ্টম অবস্থানে থাকা ভেনেজুয়েলা পয়েন্ট ও গোল ব্যবধানে আর্জেন্টিনাকে ছাড়াতে পারবে না। ১৩ পয়েন্ট পাওয়া বলিভিয়া বাকি পাঁচ ম্যাচে জিতলে এবং আর্জেন্টিনা বাকি সব ম্যাচে হারলেও প্লে অফ খেলার সুযোগ পাবে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা ড্র করলে তাদের পয়েন্ট হবে ২৯। সেক্ষেত্রে বলিভিয়া হাতে থাকা পাঁচ ম্যাচেও যদি জেতে তাদের পয়েন্ট দাঁড়াবে ২৮। যে কারণে আর্জেন্টিনা আর এক পয়েন্ট পেলেই তাদের সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আগামী বিশ্বকাপে সরাসরি ৬ দল অংশ নেবে। সপ্তম অবস্থানে থাকা দল প্লে অফ খেলার সুযোগ পাবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে কৃষকলীগ নেতাসহ চার জুয়ারি গ্রেফতার

ঝালকাঠিতে ২১ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

নওগাঁর আত্রাইয়ে চার কিলোমিটার রাস্তা পাকাকরণের অভাবে জনদুর্ভোগ

নওগাঁর রাণীনগরে ২ জন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সে

নারায়ণগঞ্জে ইজিবাইক চালককে গলাকেটে হত্যা, আটক ১

তুরস্কের জনপ্রিয় এই শরবত রাখতে পারেন ইফতারে, জেনে নিন রেসিপি