ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এরপর জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। আর এই সিরিজ দুটি হবে এফটিপি’র বাইরে দুই বোর্ডের মাধ্যমে। এতদিন এই সিরিজ দুটি ওয়ানডে ফরম্যাটে হওয়ার কথা থাকলেও এখন শোনা যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে সিরিজ দুটি।

মূলত, আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই ফরম্যাটে খেলার পরিকল্পনা করেছে দুই বোর্ড। কেননা, বিশ্বকাপের আগে ওই ফরম্যাটেই এশিয়া কাপ আয়োজন করা হয়ে থাকে। যে কারণে ওয়ানডে না খেলে টি-টোয়েন্টিতে ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে ফরম্যাট বদলের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সিরিজ দুটিতে মোট ৮টি ম্যাচ হওয়ার কথা। যার সবগুলোই টি-টোয়েন্টিতে হবে বলে জানা গেছে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত প্রথম ৫টি ম্যাচ টি-টোয়েন্টিতে হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন বিসিবি’র সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক।
এ ব্যাপারে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘প্রথম পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। আপাতত এতটুকু নিশ্চিত। পরের তিন ম্যাচের বিষয়ে এখনো জানা নেই।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর সমাবেশ

ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসার আহ্বান পাকিস্তানের

আইভী গ্রেফতার

ঢাবির টিএসসি ও কলাভবন ক্যাফেটেরিয়ায় ২ টি পানির ফিল্টার স্থাপন

‘ব্যান, আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনা