ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

টেস্ট ক্রিকেট ছাড়লেন রোহিত শর্মা

টেস্ট ক্রিকেট ছাড়লেন রোহিত শর্মা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওয়ানডে খেলে যাবেন বলে জানিয়েছেন রোহিত। ৫০ ওভারের ফরম্যাটের অধিনায়কও তিনি। এর আগে টি-২০ বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলেছেন তিনি।রোহিত বিবৃতিতে বলেন, ‘আমি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সাদা জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করা ছিল অসাধারণ সম্মানের। এতো বছর ধরে আমাকে ভালোবাসায় ও সমর্থন দিয়ে যাওয়ায় ধন্যবাদ। আমি ভারতের হয়ে ওয়ানডে খেলে যাবো।’ 

এই সিদ্ধান্তে রোহিতের ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে ইতি পড়ল। তিনি দেশের জার্সিতে ৬৭ ম্যাচ খেলেছেন। ১২ সেঞ্চুরিতে ৪৩০১ রান করেছেন। দেশকে নেতৃত্ব দিয়েছেন ২৪ টেস্টে। ২০২২ সালে বিরাট কোহলি তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়লে অধিনায়ক হন রোহিত। আগামী ২০ জুন থেকে ইংল্যান্ড সফরে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ওই সিরিজের আগে অবসরের সিদ্ধান্ত নিলেন ডানহাতি ওপেনার রোহিত। ইংল্যান্ড সফরের জন্য ভারত দ্রুতই দল ঘোষণা করবে। এখন বোর্ড নির্বাচকদের নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে। রোহিত ভারতকে সর্বশেষ টেস্টে নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়া সফরে। সেখানে ব্যাটিংয়ে খুবই বাজে করেন তিনি। এরপরই তার টেস্ট ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠে যায়। ভারতের টেস্ট দলে একপ্রকার জায়গা হারানোয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন এই মারকুটে ব্যাটার।

আরও পড়ুন

রোহিতের আন্তর্জাতিক ক্যারিয়ার ১৮ বছরের হলেও টেস্ট ক্যারিয়ার ১১ বছরের। সেটাও অনিয়মিত খেলেছেন। ২০১০ সালে বদলি হিসেবে টেস্ট দলে ঢুকে অভিষেক হয় তার। পরের টেস্ট খেলেন ৩ বছর পর। সেবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেন। ২০১৯ সাল পর্যন্ত মিডল অর্ডার ব্যাটার হিসেবে টুকটাক টেস্ট খেলেছেন তিনি। এরপর ওপেনিংয়ে আনা হয় তাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই সেঞ্চুরি করেন তিনি। ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে জোড়া সেঞ্চুরি করেন তিনি। সিরিজ জিততে বড় ভূমিকা রাখেন। তবে দেশের বাইরে সুইং-বাউন্সে দুর্বলতার কারণে রোহিতের ব্যাটিং নিয়ে প্রশ্ন ছিলই। তার নেতৃত্বে গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে ১২ বছর পর সিরিজ হারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় পাঁচটি গুদাম থেকে সাড়ে ৫ টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নৈশ প্রহরী নিহত

আবদুল হামিদের দেশত্যাগ : এক পুলিশ প্রত্যাহার, সাময়িক বরখাস্ত ২

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা

লাবণ্য’র প্রবল ইচ্ছে

ভারতীয় ৫০ সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের