ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

যৌথবাহিনীর অভিযানে আটক মালিক

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশনসহ ব্যাপক অনিয়মের অভিযোগে ‘নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার’র মালিক উজ্জ্বল সরকারকে (৫৫) আটক করেছে যৌথবাহিনী। চিকিৎসক ছাড়াই ওয়ার্ড বয় দিয়ে রোগীর অপারেশন করাসহ বিভিন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ কাগজপত্র দিয়ে পরিচালিত হওয়ায় ‘নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করা হয়েছে।

এ ঘটনায় ক্লিনিকের ওয়ার্ড বয় অভি সরকার পলাতক রয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বোদা পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনী বোদা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ এই অভিযান পরিচালনা করেন। এসময় বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুল কবিরসহ সেনাবাহিনীর একটি দল ও বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। আটককৃতকে বোদা থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী বোদা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয় দিয়ে অপারেশনসহ ব্যাপক অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায়। বোদা থানায় স্যানিটারি ইন্সপেক্টর বাদি হয়ে মামলা দায়ের করলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২১ জুলাই বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকার পেয়াদাপাড়া এলাকার জামাল হোসেনের স্ত্রী কোহিনূর বেগম পেটের টিউমারজনিত কারণে নিরাময় নার্সিং হোমে চিকিৎসার জন্য আসেন। সেখানে আসার পর মামলার দ্বিতীয় আসামি অভি সরকার নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে কোহিনুর বেগমের টিউমার অপারেশন করান। ২৭ জুলাই দুপুরে আরেক অজ্ঞাতনামা গর্ভবতী এক নারী চিকিৎসার জন্য ক্লিনিকে ভর্তি হলে রোগীর সিজার করার প্রয়োজন হলে সকল সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও কালবিলম্ব করতে থাকে।

পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যেতে বলে। সেখানে গিয়ে তারা সময় মত অপারেশন করাতে না পেরে ওই রোগী একটি মৃত সন্তান প্রসব করেন। বোদা উপজেলার নিরাময় নার্সিং হোমে এর আগেও ভুল চিকিৎসা দিয়ে প্রতারণার অভিযোগ উঠে উঠেছিল। নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ডাক্তার ছাড়াই অপারেশন, পরীক্ষা না করেই রিপোর্ট প্রদান, নিয়মিত ডাক্তার না থাকায় ক্লিনিক মালিক নিজেই ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে সেবা গ্রহীতাদের।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুল কবির জানান, নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সসহ কোন ধরণের আপডেট কাগজপত্র পাওয়া যায়নি। তাছাড়া নারীর ডাক্তার ছাড়া ওয়ার্ড বয় দিয়ে অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে বিষয়টির সত্যতা পাওয়া গিয়েছে।

এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন জানান, আটককৃত উজ্জ্বল সরকারের বিরুদ্ধে ক্লিনিক পরিচালনার ক্ষেত্রে ব্যাপক অনিয়মের দায়ে বোদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ওয়ার্ড বয় অভি সরকারকে আসামি করা হয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আটককৃত উজ্জ্বল সরকারকে আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত উজ্জ্বল সরকার পৌর সদরের নগর কুমারী এলাকার বিধূভুষনের ছেলে এবং পলাতক অভি সরকার একই এলাকার নিখিল চন্দ্র সরকারের ছেলে। অপরদিকে বোদা নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে আটকের প্রতিবাদে পঞ্চগড় জেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সেই সাথে তারা আটককৃত উজ্জ্বল সরকার মুক্তি দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেয়ার ঘোষণা তারেক রহমানের

চাঁদপুরে কলেজছাত্রীকে অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

ইংল্যান্ড-ওয়েলসে ফের জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

ভোলায় বেড়েছে নিউমোনিয়া রোগী, হাসপাতালে বেড-ওষুধ সংকট

গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি : সেনা সদর

মেয়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে হন নিখোঁজ, ২০ বছর পর ফিরলেন নিজ গ্রামে!