বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৯

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের রেলওয়ে কলোনিতে আজ বৃহস্পতিবার মাদকবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা চলে এ অভিযান। এসময় অর্ধশতাধিক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও টাকা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে ৯ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে এলাকার প্রায় প্রতিটি বাড়ি থেকেই কমবেশি মাদকদ্রব্য উদ্ধার হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, অভিযানে ১৭ বোতল দেশীয় মদ কেরু ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও উদ্ধার করা হয় মাদক বিক্রির আট হাজার টাকা। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বড় ব্যবসায়ীরা বাড়িতে তালা ঝুলিয়ে পালানোর চেষ্টা করলেও তালা ভেঙে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির সঙ্গে জড়িত সন্দেহভাজন ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
আরও পড়ুনগ্রেফতারকৃতরা হলো-সুজন বাঁশফোড়, হৃদয় বাঁশফোড়, মিঠুন, কানটু, মোস্তফা, সাজু, রতন, রাজা ও নাহিদ।
মন্তব্য করুন