ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানাসহ একটি আবাসন প্রকল্পের চার শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার শাসনগাঁও এলাকায় দুটি স্থানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় শাসনগাঁও এলাকায় এমআর ইয়ার্ন ডাইং নামে একটি শিল্প কারখানার অবৈধ গ্যাসের সংযোগ দ্বিতীয়বারের বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠান মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখান থেকে জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ, রাইজার ও বার্নার। পরে চাঁদনি হাউজিং নামে আবাসন প্রকল্পে অভিযান চালিয়ে এক কিলোমিটার বিস্তৃত শতাধিক বাড়ির চার শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

একইসঙ্গে তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে নেওয়া অবৈধ সংযোগের স্থলগুলো গ্র্যান্ডিং মেশিন দিয়ে অপসারণ ও নিষ্ক্রিয় করে দেয় তিতাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন: তিতাসের ফতুল্লা আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরানসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।

তিতাসের ফতুল্লা আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, ‘গত কয়েক বছর আগে স্থানীয় প্রভাবশালী মহল ও দালাল চক্রের মাধ্যমে চাঁদনি হাউজিং নামে আবাসন প্রকল্পটিতে অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হয়। ইতিপূর্বে দুবার এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পুনরায় একইভাবে গভীর রাতে সংযোগ স্থাপন করে।’

তিতাসের এই কর্মকর্তা আরও বলেন, ‘বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে তৃতীয়বারের মতো আমরা আবাসন প্রকল্পটির অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। এতে করে সর্বমোট ঘণ্টা প্রতি ৭ হাজার ৬০০ ঘনফুট হারে প্রতি মাসে প্রায় ৬ লাখ পঞ্চাশ হাজার টাকার গ্যাস সাশ্রয় হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস