ভিডিও সোমবার, ২৪ মার্চ ২০২৫

‘ভুল’ ইংরেজি, শ্রাবন্তীকে কটাক্ষের বন্যা

‘ভুল’ ইংরেজি, শ্রাবন্তীকে কটাক্ষের বন্যা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার অনুষ্ঠান। সেখানে হাজির ছিলেন টালিউডের জনপ্রিয় উজ্জ্বল তারকা। গ্ল্যামারাস লুকে রেড কার্পেটে ধরা দেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। কিন্তু সেখানে তার দেওয়া ছোট্ট সাক্ষাৎকারটাই এখন ভাইরাল। নেটিজেনদের মতে, অভিনেত্রীর ইংরেজি নাকি দুর্বল। চলছে কটাক্ষের বন্যা। এদিন সামাজিক মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, সাংবাদিক শ্রাবন্তীকে ইংরেজিতেই বলছেন-ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় স্বাগত আপনাকে। আপনাকে খুব মিষ্টি লাগছে। কোন মুহূর্তের জন্য আপনি মুখিয়ে রয়েছেন? এই প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন, মাই ফ্রেন্ডস আর পারফর্মিং সুপার এক্সাইটেড। অর্থাৎ আমার বন্ধুরা আজ পারফর্ম করবে, তাই আমি দারুণ উচ্ছ্বসিত। এরপর যখন তার থেকে জানতে চাওয়া হয় যে, তিনি কোনো নির্দিষ্ট একটা পারফরম্যান্সের জন্য অপেক্ষা করছেন কী? পর্দার হবু দেবী চৌধুরানী জানিয়ে দেন তিনি শুভশ্রীর পারফরম্যান্সের জন্য মুখিয়ে আছেন। এরপরই শ্রাবন্তীকে জিজ্ঞেস করা হয়, কোনো একজন নির্দিষ্ট অভিনেতা বা অভিনেত্রীকে যদি সমর্থন করতে হয়, তাহলে সেটি কে হবেন? জবাবে অভিনেত্রী বলেন, সবাই আমার খুব ভালো বন্ধু। তো আমি চাই ওরা সবাই যেন ওই ব্ল্যাক লেডিকে নিয়ে যেতে পারে। দেখা যাক।

বর্তমানে এই ভিডিও ভাইরাল। নেটিজেনরা মশকরা করছেন। এক নেটিজেন লিখেছেন-বাংলায় জিজ্ঞেস করলেই তো হতো, এত ভয় পেত না। আরেকজন লিখেছেন-বাংলায় বলার সময় ইংলিশে বলার মতো স্টাইল মেরে বলে আর ইংলিশে বলার সময় এলে বাংলায় বিড়বিড় করে। তৃতীয়জনের মতে, ইংলিশে কথা বলতে হবে ভেবেই হয়তো এত নার্ভাস। চতুর্থজনের মতে, রুটিং ফর কথাটার অর্থ বোঝেনি। পঞ্চম ব্যক্তি লিখেছেন এত খারাপ ইংরেজি কে বলে? যদিও অনেকে আবার শ্রাবন্তীকে সমর্থন করেছেন। এক নেটিজেন লিখেছেন-‘ইংরেজিকে কবে থেকে আমরা কেবল একটি বিদেশি ভাষা হিসেবে ধরব, কোনো বোদ্ধা হওয়ার স্ট্যান্ডার্ড নয়। দ্বিতীয়জন লিখেছেন—ইংরেজি না জানা বা তাতে দুর্বল হওয়া কোনো অপরাধ নয়। তৃতীয়জন লিখেছেন-ভুলটা কী বলল, সেটিই তো খুঁজে পাচ্ছি না।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে - রংপুরে জোনায়েদ সাকি

ভিভো ভি৫০ ফাইভজি: জাইস ক্যামেরার স্পর্শে প্রতিটি ছবি হবে মাস্টারপিস

জয়পুরহাটের আক্কেলপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ৫০ লক্ষাধিক টাকা আত্মসাৎ

নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

বগুড়ায় ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত