বিএনপি ক্ষমতায় গেলে মানুষ শান্তিতে বসবাস করে - সাবেক এমপি কাজী রফিক

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র উপদেষ্টা সাবেক এমপি আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি এ দেশের খেটে খাওয়া মানুষের দল। তাই এদেশের ১৮ কোটি মানুষ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখন দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকে।
মানুষ স্বস্তিতে বসবাস করে। আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় যায় তখন দ্রব্যমূল্য মানুষের হাতের নাগালের বাইরে চলে যায়। দেশে খাদ্য ঘাটতিসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়ে। তিনি আজ শনিবার (২২ মার্চ) সোনাতলা উপজেলা যুবদলের আয়োজনে স্থানীয় এনায়েত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথাগুলো বলেন।
আরও পড়ুনজোড়গাছা ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম রব্বানীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, জিএম আলী হাসান নারুন, রাশেদুর রহমান হান্নান, কামরুল হাসান বাবু, আমিনুল ইসলাম, আব্দুল আজিজ খোকন, রেজাউল করিম, রুহুল আমিন, শিপন মিয়া, মিঠু, রাজু আহম্মেদ, ডা. মৃণাল কান্তি ঘোষ প্রমুখ।
মন্তব্য করুন