ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

১২৬ দিনে আখ মাড়াই করে চিনি উৎপাদন ১১,২৬৫ মেট্রিক টন

নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুম সমাপ্ত

নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুম সমাপ্ত। ছবি : দৈনিক করতোয়া

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ১২৬ কার্যদিবসে ১ লাখ ৯৫ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই হয়েছে। এ পর্যন্ত চিনি উৎপাদন হয়েছে ১১ হাজার ২৬৫ মেট্রিক টন এবং চিনি আহরণের হার অর্জিত হয়েছে ৫ দশমিক ৭৮ ভাগ।

এ বছর মিলটি গত মৌসুমের চেয়ে ৭ হাজার ৩০৩ মেট্রিক টন বেশি আখমাড়াই করলেও লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ৭৩৫ মেট্রিক টন চিনি কম উৎপাদন হয়েছে। তবে মাড়াই কার্যক্রম শেষ হলেও আরো তিন দিন চিনি উৎপাদন অব্যাহত থাকবে। এরপরেই চিনি উৎপাদনের মোট পরিমাণ নির্ণয় করা যাবে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মিলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ করা হয়। শুক্রবার রাতে নর্থবেঙ্গল সুগার মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরিদ হোসেন ভুঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, আখ মাড়াই শেষ হওয়া পর্যন্ত এ মিলে লক্ষ্যমাত্রার চেয়ে ৯ কার্যদিবস বেশি আখ মাড়াই হয়েছে। তবে এবার  লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪ হাজার মেট্রিক টন কম আখ মাড়াই করে চিনি উৎপাদন হয়েছে ১১ হাজার ২৬৫ মেট্রিক টন। অর্থাৎ এ বছর ২০ মার্চ রাত ১০টা পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ৭৩৫ মেট্রিক কম পরিমাণ চিনি উৎপাদন হয়েছে।

এবার চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার মেট্রিক টন। তবে মাড়াই শেষ হলেও অন্তত তিনদিন চিনি উৎপাদন কার্যক্রম চলে। এটা শেষ হওয়ার পর আনুষ্ঠানিক ভাবে মিলের উৎপাদন বন্ধ ঘোষণা করা হবে। এই তিন দিনে উৎপাদিত চিনির পরিমান যোগ হলেই মোট চিনি উৎপাদনের পরিমাণ এবং আহরণের হার সঠিক ভাবে নির্ণয় করা সম্ভব হবে।

আরও পড়ুন

এদিকে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড সূত্রে জানা যায়, চলতি ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমে ১১৭ কার্য দিবসে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে চিনি উৎপাদন হয়েছে ১১ হাজার ২৬৫ মেট্রিক টন এবং চিনি আহরণের হার অর্জিত হয়েছে ৫ দশমিক ৭৮ ভাগ। এবার চিনি আহরণের হার কম হয়েছে। চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. আসহাব উদ্দিন বলেন, চলতি মৌসুমে এই মিল জোনের আওতায় আখ রোপণ করা হয়েছিল ১৭ হাজার ৫০০ একর জমিতে।

এর মধ্যে মিলের নিজস্ব জমি ছিল ২ হাজার ৫০০ একর। আখ মাড়াই কার্যক্রম শুরু করার পর মিলের ৩১টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখ কেনা শুরু করা হয়। এ বছর প্রতি মণ আখের দাম ধরা হয়েছিল মিল গেটে ২৪০ টাকা এবং ক্রয় কেন্দ্রে ২৩৭ টাকা। নর্থ বেঙ্গল সুগার মিলের আওতায় ১৭ হাজার আখ চাষি রয়েছেন।

মোট শ্রমিক-কর্মচারী রয়েছেন স্থায়ী, মৌসুমি ও কানামুনা মিলে ১১০০ জন। আগামী ২০২৫-২৬ মৌসুমে ১৮ হাজার একর জমিতে আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা সফল করতে ৫ হাজার ৬০০ আখচাষির মধ্যে বীজও প্রায় ১২ কোটি টাকার সার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় পল্লিচিকিৎসক হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী জহুরুল ১৫ দিনেও উদ্ধার হয়নি

ঢাকায় হবে ঈদ মিছিল, বসবে মেলা : আসিফ মাহমুদ

চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ন্যাশনাল ক্রিকেটে আঞ্চলিক চ্যাম্পিয়ন বগুড়া জেলা দলকে সংবর্ধনা

বগুড়ার আদমদীঘিতে ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা