ভিডিও সোমবার, ২৪ মার্চ ২০২৫

বগুড়ার বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত। ছবি : দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : বগুড়ার বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন উপজেলায় রাজনৈতিক ও সামাজিক সংগঠন আজ শনিবার (২২ মার্চ) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আমাদের প্রতিনিধিদের প্রতিবেদন-

বগুড়া শহর জামায়াত : বগুড়া শহরের সুবিল স্কুল মাঠে ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল ডা. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, মাওলানা আব্দুল হামিদ বেগ, মামুনুর রশিদ, মাওলানা জলিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানবতার কল্যাণের জন্য মহান আল্লাহ কুরআন নাযিল করেছেন। তিনি কুরআন হাদিসের আলোকে উত্তম জীবন গড়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

শিবগঞ্জ (বগুড়া) : উপজেলার রায়নগর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে মহাস্থান মাদ্রাসা মাঠে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাবেক এমপি মোশারফ হোসেন।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ¦ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহেরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলম। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মানিক, আফসার আলী, জহুরুল ইসলাম ঠান্ডু, বুলবুল ইসলাম, আব্দুল করিম মহসীন আলী ভালিদ হাসান আরমান, মাসুদ রানা, বিপুল রহমান, মীর মুন, মাহাদী হাসান তমাল প্রমুখ।  পরে জিয়া পরিবারসহ দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া কামনা অনুষ্ঠিত হয়।

শেরপুর (বগুড়া) : উপজেলার খানপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার কয়েরখালী বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ইউনিয়নের বিএনপি’র সভাপতি তবিবুর রহমান তবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও অত্র ইউপি চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মাহবুবুর রহমান, আশরাফ উদ্দিন ভোলা, মোয়াজ্জেম হোসেন, শরিফ উদ্দিন, লুৎফর রহমান, প্রান্ত  প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) : উপজেলার চামরুল ইউনিয়ন বিএনপি’র ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মোস্তফাপুর আছির উদ্দীন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চামরুল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলফাজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল হুদার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া এ্যাডভোকেটস্ বার সমিতির সভাপতি বিএনপি নেতা এড. আতাউর রহমান খান মুক্তা, ঢাকা উত্তর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ উদ্দীন, জেলা বিএনপি’র প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, আখতারুজ্জামান তুহিন, আফছার আলী, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী প্রমুখ।

পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের রুহের মাগফেরাত কামনাসহ আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন

গাবতলী (বগুড়া) : উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খালেদা জিয়া-তারেক রহমানসহ জিয়া পরিবারের জন্য দোয়া ও ইফতার মাহফিল নাড়ুয়ামালা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি মোরশেদ মিল্টন। নজরুল ইসলাম টুকুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন।

ফিরোজ মন্ডল, গোলজার হোসেন হৃদয়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, মফিদুল ইসলাম, মুঞ্জুর মোর্শেদ, সুরাইয়া জেরিন রনি, হারুনুর রশীদ হারুন, আব্দুর গফুর টুকু, মিজানুর রহমান মিন্টু, মোর্শেদ লেমন, এম আর ইসলাম রাখু, এমআর ইসলাম রিপন, একেএম পান্না, মোস্তাফিজার রহমান রঞ্জু, তাজুল ইসলাম লিটন প্রমুখ। ইফতার মাহফিলে খালেদা জিয়া তারেক রহমানসহ জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ধুনট (বগুড়া) : উপজেলা কৃষক দলের আয়োজনে বিলকাজুলী ও পেঁচিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপি’র কৃষিবিষয়ক সম্পাদক প্রকৌশলী সাইফুল  ইসলাম রনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, বিএনপি নেতা এড. এজানুর রহমান ঠান্ডু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ সামেয়ম সুমন, দপ্তর সম্পাদক সামিউল ইসলাম সামি। উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহাদত হোসনের সঞ্চালানয় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিলকাজুলী ও পেঁচিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ, খন্দকার রনি, আজিজুল ইসরাম,  রাঙ্গা সরকার, আব্দুস সালাম, মোহাব্বদ আলী বক্কর ও আলী হাসান সুফল।

সান্তাহার (বগুড়া) : সান্তাহার পৌর বিএনপি’র ৭নং ওয়ার্ড দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের কলেজ ঈদগাহে মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলের আহবায়ক মানিক হোসেন সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বগুডা শহর বিএনপি’র সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মহিত তালুকদার, সান্তাহারের সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, মোস্তাফিজুর রহমান মুকুল, সান্তাহার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, সাবেক পৌর মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, আব্দুল মান্নান, মাহফুজুল হক টিকন, ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, এইচ এম মুক্তা, গুড্ডু এহসান প্রমুখ।

কাহালু (বগুড়া) : উপজেলার মালঞ্চা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। প্রধান আলোচক ছিলেন মাওলানা রুহুল আমিন।

মালঞ্চা ইউনিয়ন জামায়াতের আমির আবু দাউদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুল আলিমের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুস শাহীদ খান, অধ্যাপক মাওলানা মো. শহীদুল্লাহ, মো. শহিদুর রহমান সবুজ, মাওলানা আব্দুল হামিদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে - রংপুরে জোনায়েদ সাকি

ভিভো ভি৫০ ফাইভজি: জাইস ক্যামেরার স্পর্শে প্রতিটি ছবি হবে মাস্টারপিস

জয়পুরহাটের আক্কেলপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ৫০ লক্ষাধিক টাকা আত্মসাৎ

নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

বগুড়ায় ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত