ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

রাতের মধ্যেই নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে বন বিভাগ

রাতের মধ্যেই নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে বন বিভাগ

সুন্দরবনে লাগা আগুন রাতের মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বন বিভাগ। শনিবার (২২ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অধীন কলম তেজী এলাকায় শনিবার দুপুরে টহলরত বনকর্মীরা আগুন দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিভাগীয় বন কর্মকর্তা ও চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক।

অগ্নিনির্বাপণে বন বিভাগের কর্মীদের পাশাপাশি ভিলেজ কনজারভেশন ফোরাম, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি পেট্রোল গ্রুপের শতাধিক সদস্য ও স্বেচ্ছাসেবকরা যুক্ত হন। আগুন ছড়িয়ে পড়া রোধে ঘটনাস্থলের চার পাশে ফায়ার লাইন তৈরি করা হয়েছে।

আরও পড়ুন

এতে বলা হয়, অগ্নিকাণ্ডস্থল নদী বা খাল থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে হওয়ায় সরাসরি পানি সরবরাহ করা কঠিন। তবে আগুন কেবল বনের মেঝেতে রয়েছে, উপরের দিকে ছড়ায়নি। বন বিভাগের নিজস্ব ফায়ার ইঞ্জিনের মাধ্যমে এক কিলোমিটার পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব হয়েছে। আর ফায়ার সার্ভিসের সহায়তায় তিন কিলোমিটার দূরে অগ্নিকাণ্ডস্থলে পানি পৌঁছানোর প্রচেষ্টা চলছে, যা ইতোমধ্যে সফল হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় আশা করা যায় রাতের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে। মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ, মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে বিষয়টি মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৭৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্ট্যান্ডার্ড ব্যাংক চালু করল এনপিএসবি-আইবিএফটি সেবা 

বরিশালে বাংলাদেশ ব্যাংক ও লিড ব্যাংকসমূহের উদ্যোগে সুইফট (SWIFT)  বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন

ধামরাইয়ে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেফতার