ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

খুলনায় হাজতির প্রহারে আহত পুলিশ

খুলনায় হাজতির প্রহারে পুলিশ আহত

খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে অবস্থিত গারদখানায় দু’টি ক্যামেরা ভাংচুরের ঘটনায় পুলিশ এবং হাজতির মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ক্ষুব্দ হাজতির প্রহারে ওই হাজত খানার এটিএসআই শুভংকর সাহা ওরফে শুভ (৫০) গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার (২৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। তাকে খুলনা জেনারেল হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এডিসি কোট (প্রসিকিউশন) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে ওই হাজতখানার মধ্যে তিন জন আসামি ছিলেন। তাদের মধ্যে একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন। স্ত্রীর দায়ের করা মামলায় তাকে আদালতে উপস্থিত করা হয়। অপরজন সোনাডাঙ্গা থানার ডাকাতি মামলার আসামি। ৪১ শিপইয়ার্ড মেইন রোড মতিয়াখালী লবণচরা এলাকার বাসিন্দা ইউনুস শেখের ছেলে মো. জাহিদুল ইসলাম রাজ ওরফে রাজউজ্জামান রাজু ওরফে গলাকাটা রাজু মূলত এ ঘটনার সূত্রপাত ঘটান। তার নেতৃত্বে তিন আসামি প্রথমে হাজতখানার দু’টি ক্যামেরার ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন এবং পরে তা ভাংচুর করে। এসব জানার পরে এটিএসআই শুভংকর ওই তিন আসামির কাছে বিষয়টি জানতে চায়। তখন ক্ষিপ্ত হয়ে ওই তিন আসমি তাকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে তাদের আঘাতে এটিএসআই’র মাথা ফেটে রক্ত বের হতে থাকে। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন

তিনি আরও জানান, ওই তিন আসামি শোরগোল সৃষ্টি করে হাজতখানা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের তৎপরতার কারণে তারা সেখান থেকে পালিয়ে যেতে পারেনি। সংবাদ জেনে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। তবে এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ঘুষ নেওয়ার দায়ে প্রকৌশলীর কারাদণ্ড

কলাপাড়ায় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া আটক

রংপুরের বদরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় অটোচালক নিহত

সিরাজগঞ্জে নির্মাণ করা হয়েছে ভাসমান ঈদগাহ

সৌদিতে শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা রাশিয়ার