ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

রাতভর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২১, মৃত্যু ছাড়াল ৫০ হাজার

রাতভর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২১, মৃত্যু ছাড়াল ৫০ হাজার, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। মেডিকেল সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজাজুড়ে রাতভর হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। 

খবরে বলা হয়েছে, নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের পর নতুন করে এসব হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির পর গত মঙ্গলবার গাজায় নতুন করে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবারের একদিনের হামলায় গাজায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার থেকে ইসরায়েলি বাহিনীর শুরু হওয়া হামলায় রোববার পর্যন্ত ৬৭৩ জন নিহত হয়েছেন। এনিয়ে গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে এবং ঘরছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। 

আরও পড়ুন

অন্যদিকে গাজার এক অংশ এখনই দখলে নেওয়ার হুমকি দিয়েছে দেশটি। এনিয়ে ইতোমধ্যে সেনাবাহিনীকে নির্দেশনাও দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।  প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ আরও স্থল অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতির চুক্তি না মানে এবং জিম্মিদের মুক্তি না দেয় তাহলে এখনই এক অংশ দখলে করে নেবে তারা।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: শিক্ষার্থী ফারিয়া হক টিনা গ্রেপ্তার

ভারতের চন্ডীগড়ে সবাইকে ঘরে থাকার পরামর্শ

কারাগারে পাঠানো হলো আইভীকে

উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর সমাবেশ