ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত

যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে তাদের এমন দাবির বিষয়ে প্রশ্ন করলে সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তাছাড়া এড়িয়ে গেছেন আরও কয়েটি বিষয়।

বৃহস্পতিবার (৭ মে) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মিশ্রি বলেন, বিমান ধ্বংস হওয়ার বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে।

এদিকে, পাকিস্তানি বাহিনী ৫০ জন ভারতীয় সেনা হত্যা করেছে বলে সেখানকার তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবির বিষয়ে কোনো প্রশ্ন করেননি ভারতীয় সাংবাদিকরা। সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়ে কোনো কথাও বলেননি।

কিছু ভারতীয় গণমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, বুধবার (৬ মে) পাকিস্তানে বিমান হামলায় ১০০ জন জঙ্গি নিহত হয়েছে। কিন্তু এই দাবির বিষয়ে কথা বলেননি তিনি।

আরও পড়ুন

তিনি বলেন, এই বিমান হামলার পর মাত্র ৩৬ ঘণ্টা পার হয়েছে। আরও বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকে অপেক্ষা করতে বলেন।

পাকিস্তানের লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারত নিষ্ক্রিয় করেছে উল্লেখ করে এমন আরো কোনো লক্ষ্যবস্তু ভারতের তালিকায় রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অভিযানের বিস্তারিত জানাবেন না।

যদিও পাকিস্তান, লাহোরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার কথা অস্বীকার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ‘কালা জাহাঙ্গীর’ হচ্ছেন শাকিব খান!

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু

বকশীগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড দিলো আদালত

এবার ইয়েমেনে হামলার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

সিনেমা নির্মাণে ইমন সাহা