ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

শীতে গাড়িতে হিটার চালালে তাপমাত্রা কত রাখবেন?

শীতে গাড়িতে হিটার চালালে তাপমাত্রা কত রাখবেন?

তথ্য প্রযুক্তি ডেস্ক : শীতে গাড়ির জানালার কাচ সবসময় বন্ধ রাখেন। তারপরও ঠান্ডা আটকানো যায় না। অনেকেই তাই হিটার চালান। মুশকিল হল, বন্ধ পরিবেশে হিটার সবার সহ্য হয় না। শরীর খারাপ করে। এর কারণ সঠিক তাপমাত্রা না জানা।

শীতকালে গাড়ির হিটারের তাপমাত্রা এমন হওয়া উচিত যেন আরাম লাগে। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা শুধু অস্বস্তিকর নয়, এর ফলে শরীর খারাপও হতে পারে। তাহলে শীতকালে গাড়ির হিটারের তাপমাত্রা কত রাখা উচিত? চলুন জেনে নেওয়া যাক-

বিশেষজ্ঞরা বলেন, সাধারণত গাড়ির হিটারের তাপমাত্রা ২০ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ২২ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা উচিত। অর্থাৎ ৬৮ ডিগ্রি ফারেনহাইট থেকে ৭২ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। এই তাপমাত্রায় পরিমিত উষ্ণতা মিলবে। গাড়ির ভেতরের আবহাওয়াও আরামদায়ক থাকবে। সঠিক তাপমাত্রা বজায় রাখারও কিছু কৌশল রয়েছে।

>> অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ব্যবহার করুন। যাদের গাড়িতে এই ফিচার রয়েছে, তারা এটি সেট করে গাড়ির ভেতরের তাপমাত্রা স্থির রাখতে পারেন।

আরও পড়ুন

>> উইন্ডো ডিফগার ব্যবহার করুন। যদি উইন্ডশিল্ডে কুয়াশা জমে, তাহলে হিটারের সঙ্গে ডিফগার ব্যবহার করতে হবে। এটা গাড়ির ভেতরের এবং বাইরের তাপমাত্রার মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে।

>> সিট হিটার আরামদায়ক হতে পারে। যদি গাড়িতে সিট হিটার থাকে, তাহলে অবশ্যই তা ব্যবহার করা উচিত। এটা শুধু আরামদায়ক তাই নয়, হিটারের তাপমাত্রাও খুব বেশি বাড়ানোর প্রয়োজন পড়বে না।

গাড়িতে যেন তাজা বাতাস ঢুকতে পারে সেদিকে খেয়াল রাখুন। মাঝে মাঝে বাইরের বাতাস ঢোকার জন্য ভেন্টগুলো সামান্য খুলে দিতে হবে। এতে গাড়ির ভেতরের বাতাসও সতেজ থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা