ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

পানি নিষ্কাসন পকেটমার, ছিনতাই, হাসপাতালে রোগী হয়রানীসহ

বগুড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

বগুড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তারা বগুড়া শহরসহ কাহালু নন্দীগ্রাম এলাকার পানি নিষ্কাসন, পকেটমার ও ছিনতাইকারীর উৎপাত, হাসপাতালে রোগী হয়রানীসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৪০ বীর এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল আমিন, পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন মো. মোফাখখারুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বগুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি রাহাত রিটু প্রমুখ।

এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন বগুড়ার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন অফিসের কর্মকতা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা এখনো কাঙ্খিত পর্যায়ে আসেনি। চাকু ছোরার ব্যবহার কমানো যাচ্ছে না। বক্তারা বলেন হাসপাতাল গুলোতে স্বাস্থ্যসেবা ব্যহত হচ্ছে, সঠিক সেবা পাচ্ছে না রোগীরা।

এছাড়াও উপশহরস্থ বক্ষব্যধী হাসপাতালে বহিরাগতদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। বহিরাগতরা প্রকাশ্যে মাদক গ্রহণসহ বিভিন্ন অপকর্ম করছে। তারা এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া আহবান জানান। সভায় ৪০ বীর এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল আমিন বলেন, আগের মত এখন আর বড় ধরনের কোন ঘটনা ঘটছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী কাজ করে চলেছে।

আরও পড়ুন

পুলিশ সুপার জেদান আল মুসা তার বক্তব্যে বলেন, দুই তিন বছর আগে বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ ছিলো। সম্প্রতি আট শতাধিক ছুরি চাকু বিভিন্ন স্থান থেকে উদ্ধার ও জব্দ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে চলেছে। ছিনতাইকারী, পকেটমারদের রোধ করতে শিষ্টাচার প্রয়োজন, পকেটমারদের  সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যদি সক্ষতা থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন গৃহ চুরি, সিঁদ কেটে গ্রিল কেটে চুরি হচ্ছে। এর চুরি রোধে কোন লক্ষণ পেলেই ৯৯৯ এ কল করতে তিনি আহবান জানান। বিভিন্ন এ্যাপার্টমেন্টে মুভমেন্ট রেজিস্টার ব্যবহার করার আহবান জানান। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানোর আহবান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা দীর্ঘ মেয়াদী সমস্যা। পৌরসভার লিমিটেড বাজেটের কারণে  অনেক কাজ কতে পারে না। তিনি বিভিন্ন উন্নয়ন মূলক কাজ প্রসঙ্গে বলেন অনিয়ম করার প্রবণতা দূর করতে হবে। ফুটপাত থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের তুলে দিলে তারা আবার দখল করছে। আইন শৃঙ্খলার প্রয়োগ হচ্ছে তার পরও থামছে না। তিনি সকলকে আইন মেলে চলার আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি ১০ ভরি সোনার গহনা ও টাকা লুট

বগুড়ার আদমদীঘিতে ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা

কুড়িগ্রামে সবুজ উৎসবে শতাধিক পরিবেশ প্রেমীর অংশগ্রহণ

বগুড়ার শিবগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে পাঁচ নারীসহ ৭ মরদেহ উদ্ধার

বগুড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলায় গ্রেফতার-১