ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

বগুড়ার সোনাতলায় বৃষ্টির পানিতে স্কুল ভবনের ছাদ  চুয়ে শিক্ষার্থীদের বই খাতা ভিজে যাচ্ছে

বগুড়ার সোনাতলায় বৃষ্টির পানিতে স্কুল ভবনের ছাদ  চুয়ে শিক্ষার্থীদের বই খাতা ভিজে যাচ্ছে, ছবি: দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলার ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের ছাদের প্লাষ্টার ধ্বসে পড়ছে। পাশাপাশি বৃষ্টি এলেই ছাদ চুয়ে পানি পড়ে শিক্ষার্থীদের বই-খাতা ভিজে নষ্ট হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে নিভৃত পল্লী এলাকায় ১৯৬৬ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। সোনাতলা, সারিয়াকান্দি ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় প্রতিষ্ঠানটি অবস্থিত। প্রতিষ্ঠানটিতে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ১৯৯৯ সালে একটি একাডেমিক ভবন নির্মাণ করা হয়। ভবনটিতে ৩টি শ্রেণি কক্ষ রয়েছে। বর্তমানে ভবনটির ছাদের প্লাষ্টার ধ্বসে পড়ছে। এমনকি বৃষ্টি এলেই ছাদ চুয়ে পানি পড়ে মূল্যবান আসবাবপত্র সহ শিক্ষার্থীদের বই খাতা ভিজে যাচ্ছে। বর্ষা মৌসুমে ওই শ্রেণিকক্ষগুলো স্যাতস্যাতে হয়ে থাকে। ৩-৪ দিনের অব্যাহত বর্ষণে শ্রেণিকক্ষের মেঝেগুলো পিচ্ছিল হয়ে পড়ে।

এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি নিভৃত পল্লী এলাকায় অবস্থিত হলেও পাবলিক পরীক্ষার ফলাফলে এবারও উপজেলা পর্যায়ে শীর্ষে অবস্থান করেছে। শিক্ষার্থীর তুলনায় ভবন সংকট হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনেই শ্রেণি কার্যক্রম চালাতে হচ্ছে। যে কোন সময় ভবনটি ধ্বসে পড়ে শিক্ষার্থীদের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে ভবনটি সংস্কারসহ জল ছাদের ব্যবস্থা করতে হবে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে তরুণীকে আনুষ্ঠানিকভাবে ফেরতের পর আরও ৯ নারী-শিশুকে পুশইন

সংস্কার এবং নির্বাচন

মার্কিন শুল্কের হার কমিয়ে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক: খসরু

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১

ডিবির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আট নেতাকর্মী গ্রেফতার

ময়মনসিংহ রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাক, ট্রেনের ধাক্কায় চালকসহ আহত ২