বগুড়ার সান্তাহার থেকে চুরির আট দিনেও মাইক্রোবাস উদ্ধার হয়নি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সান্তাহার শখের পল্লী গেট এলাকার একটি খোলা গ্যারেজ থেকে হাইচ মাইক্রোবাস চুরি যাওয়ার ৮দিন অতিবাহিত হলেও মাইক্রোবাস উদ্ধার ও চোর শনাক্ত সম্ভব হয়নি। নওগাঁ সদরের এনায়েতপুর গ্রামের আহসান আলীর ছেলে আলামিন ওরফে আমিন মোল্লা জানান, তার কষ্টে অর্জিত টাকা দিয়ে ঢাকা মেট্রো-চ-১৩-৯৩৬০ নম্বর হাইচ মাইক্রোবাস কিনে তা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
প্রতিদিনের মতো গত ২৩ জুলাই দিবাগত রাতে আদমদীঘি-নওগাঁ মহাসড়কের আদমদীঘির সান্তাহার বশিপুর শখের পল্লী গেট সংলগ্ন স্থানে একটি খোলা গ্যারেজের টিনসেডে মাইক্রোাসটি রেখে বাড়ি যান।
আরও পড়ুনপরদিন ২৪ জুলাই শুক্রবার ভোরে গ্যারেজে এসে দেখেন ওই গ্যারেজ থেকে তার উল্লেখিত নম্বরের মাইক্রেবাসটি চুরি হয়ে গেছে।
এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তকারি সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল মান্নান বলেন, চুরি যাওয়া মাইক্রোবাস উদ্ধারে তৎপরতা চলছে।
মন্তব্য করুন