প্রাণ ফিরে পাচ্ছে রাণীনগরের পাখি পল্লী পর্যটন এলাকা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের ঐতিহাসিক রক্তদহ বিলের সংযোগ খাল রতনডারা। যে খালের দুই পাশ দিয়ে গড়ে তোলা হয়েছে পাখি পল্লী, মৎস্য অভয়ারণ্য ও পর্যটন এলাকা। বর্ষা মৌসুমে পানিতে টইটম্বুর হওয়া বিল ও খালটি দর্শন করতে এলাকাটি দর্শনার্থীদের আগমনে জমজমাট হয়ে ওঠে। কিন্তু বর্ষা মৌসুমে বিল ও খালের সৌন্দর্য প্রকাশে এবং নৌকা চলাচলের বড় বাধা ছিলো কচুরিপানা।
পাখি পল্লীর সৌন্দর্য নষ্ট করার প্রধান অন্তরায় ছিলো খালে জমে থাকা এই কচুরিপানা। পর্যটন এলাকায় আসা দর্শনার্থীরা যেন সহজেই নৌকা করে বর্ষার রূপ ও পর্যটন এলাকার সৌন্দর্য উপভোগ করতে পারেন সেই জন্য সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে খালের কচুরিপানা পরিষ্কার করে খালের পানি ও নৌকা চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়েছে।
এছাড়া এলাকাটি পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করতে পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। পর্যটন এলাকাটি দর্শন করতে আসা দর্শনার্থী মো: হাসানুর রহমান জানান, পরিবারসহ নিরিবিলি পরিবেশে প্রকৃতির সঙ্গে একটু সময় কাটানোর জন্য পর্যটন এলাকাটি খুবই উপযোগী। কিন্তু খালে থাকা কচুরিপানা এই এলাকার সৌন্দর্য নষ্ট করছিলো।
এছাড়া নৌকায় করে এলাকাটির সৌন্দর্য উপভোগের বড় বাধা ছিলো এই কচুরিপানা। বর্তমানে খালের কচুরিপানা পরিষ্কার করায় নতুন একটি পরিবেশে ফিরে এসেছে পর্যটন এলাকায়। এখন দর্শনার্থীরা সহজেই নৌকায় করে ঘুরতে পারছেন।
আরও পড়ুনউপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান পূর্বের স্যারের শুরু করা অসমাপ্ত কাজকে আরও সৌন্দর্য বর্ধন করে কিভাবে পর্যটনমুখী করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে এই খালের দুই পাশে পর্যটকদের সহজেই চলাচলের জন্য একটি আকর্ষনীয় ঝুলন্ত সেতু দ্রুত নির্মাণ করা হবে। এছাড়া কচুরিপানা ছিলো রক্তদহ বিল ও খালের প্রধান সমস্যা।
যে কচুরিপানার জন্য বিল ও খালে কৃত্রিম জলাবদ্ধতার কারণে নানা সমস্যার সৃষ্টি হয়ে আসছিলো। কচুরিপানার কারণে পর্যটকরা এসে নৌকা ভ্রমণ করা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। কচুরিপানা পরিষ্কার করায় একদিকে যেমন খালের স্বাভাবিক পানি প্রবাহের চলাচল বেড়েছে তেমনি ভাবে সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রতনদারা খাল ফিরে পেয়েছে তার প্রাকৃতিক জীবনধারা।
মন্তব্য করুন