ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

বগুড়ার শিবগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে পাঁচ নারীসহ ৭ মরদেহ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে পাঁচ নারীসহ ৭ মরদেহ উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে গত বুধবার থেকে আজ রোববার (১০ আগস্ট) পর্যন্ত ৫ দিনে আত্মহত্যা ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় ৫ নারী ও ২ পুরুষসহ মোট ৭ টি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।  জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের আজাদ মন্ডলের ছেলে সোহেল মন্ডলের বাড়িতে স্ত্রী'র মর্যাদার দাবিতে অনশনরত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কুঠিবাড়ি এলাকার বেলাল হোসেনের মেয়ে ফাতেমা আক্তার ববির (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করে।

একই দিন দিবাগত রাত ২ টার দিকে শিবগঞ্জ সদর ইউনিয়নে গুজিয়া দক্ষিন তেলীপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে বুলু মিয়ার ছেলে মেহেদুল ইসলাম (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। তাদের দাবি মেহেদুল মাদকাসক্ত ছিল এবং পারিবারিক কলহের জেরে বেল্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। অপরদিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের অনন্তপুরগ্রামে পিয়ারা বেগম (৬০) নামে এক মহিলার রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে ঐ এলাকার বকুল সাকিদারের স্ত্রী। নিহতের বড় বোন জাহানারা বলেন বকুল ও তার ছোট স্ত্রী মারপিট করে তার বোনকে হত্যা করেছে। এদিকে গত শুক্রবার উপজেলার দেউলী ইউনিয়নের রহবল আলমপুর গ্রামে প্রেমে বাধা দেওয়ায় মা-বাবার উপর অভিমান করে মেহেদুল ইসলামের মেয়ে কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার রিমু (১৭) ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। শুক্রবার উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে করতোয়া নদী থেকে নিখোঁজ তফিজার রহমান তপুর লাশ উদ্ধার করে পুলিশ।

একই দিন রাতে শিবগঞ্জ সদর ইউনিয়নের মাঝপাড়া নুরুবাজ গ্রামের মৃত নুরনবী সরকারের স্ত্রী বকুল বেওয়া গ্যাস ট্যাবলেট সেবন করলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে মৃত্যুরবন করেন। সে দীর্ঘদিন যাবত মানসিক বিকারগস্ত ছিল। শিবগঞ্জ পৌর এলাকার তেঘড়ি গ্রামের আব্দুল বাছেদের মেয়ে ৫ম শ্রেনির শিক্ষাথী বানিসা আক্তার বৃষ্টি (১৫) ঘাসমারা কীটনাশক পান করে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

আরও পড়ুন

সে গত ৩ দিন পূর্বে কীটনাশক পান এবং ১০ আগস্ট ভোর ৪ টায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়৷ নিহতের মা ছায়মা বলেন, তার মাথার সমস্যা ছিল, অভিমান করে সে কীটনাশক পান করে। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন বলেন, লাশগুলো উদ্ধার করে অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস, আত্মহত্যা, বাল্যবিবাহ প্রতিরোধে শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরন, সভা সেমিনার করা হচ্ছে।

আত্মহত্যা, মাদক প্রতিরোধে ইতোমধ্যে উপজেলার উথলী উচ্চ বিদ্যালয়, মহাস্থান উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসাসহ, আমতলী, মোকামতলা, কিচক, গুজিয়াসহ বিভিন্ন বন্দরে ও শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনামূলক সেমিনার করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিটের বিট অফিসারদের সচেতনতামূলক প্রচার, প্রচারনা ও সভা-সেমিনার করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি ১০ ভরি সোনার গহনা ও টাকা লুট

বগুড়ার আদমদীঘিতে ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা

কুড়িগ্রামে সবুজ উৎসবে শতাধিক পরিবেশ প্রেমীর অংশগ্রহণ

বগুড়ার শিবগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে পাঁচ নারীসহ ৭ মরদেহ উদ্ধার

বগুড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলায় গ্রেফতার-১