ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

আপনার সন্তানদের নিরাপত্তায় টিকটকে এলো নতুন ফিচার

আপনার সন্তানদের নিরাপত্তায় টিকটকে এলো নতুন ফিচার

টিকটক ব্যবহার করছে আপনার সন্তান? চিন্তায় আছেন সে কী দেখছে, কী করছে, বা কার সঙ্গে কথা বলছে? এবার সেই চিন্তা কিছুটা হলেও কমতে পারে। টিকটক এনেছে নতুন কিছু সুবিধা, যার মাধ্যমে অভিভাবকরা আরও ভালোভাবে সন্তানের অ্যাকাউন্ট নজরে রাখতে পারবেন। পাশাপাশি কনটেন্ট নির্মাতাদের জন্যও এসেছে বেশ কিছু নতুন ও কার্যকর ফিচার।

‘ফ্যামিলি পেয়ারিং’-এ নতুন নিয়ন্ত্রণ সুবিধা

টিকটকের ‘ফ্যামিলি পেয়ারিং’ ফিচারটি আগেই ছিল, যেখানে অভিভাবকরা সন্তানের অ্যাকাউন্টের সঙ্গে নিজেদের অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন। এবার সেখানে এসেছে আরও কড়া নিয়ন্ত্রণের সুযোগ।

-অভিভাবকরা এখন সন্তানের জন্য নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারবেন। ব্লক করা অ্যাকাউন্টগুলো সন্তানের ভিডিও দেখতে বা যোগাযোগ করতে পারবে না।

- সন্তান যদি কোনো ভিডিও বা ছবি পাবলিক করে আপলোড করে, সঙ্গে সঙ্গে অভিভাবকের ফোনে চলে যাবে একটি নোটিফিকেশন। এতে সন্তানকে থামিয়ে না দিয়েই আপনি সচেতন থাকতে পারবেন।

- ১৬-১৭ বছর বয়সী টিনএজারদের প্রাইভেসি সেটিংও দেখা যাবে—যেমন, কনটেন্ট ডাউনলোড চালু আছে কি না বা তাদের ফলোয়ার লিস্ট পাবলিক কি না।

নিরাপদ কনটেন্টের জন্য ‘ক্রিয়েটর কেয়ার মুড’

টিকটকে যারা কনটেন্ট তৈরি করেন, তাদের জন্য এসেছে ‘ক্রিয়েটর কেয়ার মুড’। এটি ব্যবহার করলে:

- আপত্তিকর বা বাজে মন্তব্যগুলো স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার হয়ে যাবে।

- রিপোর্ট করা বা মুছে ফেলা কমেন্টকারীদের ভবিষ্যতের মন্তব্যও ব্লক হয়ে যাবে।

- লাইভ চলাকালে কিছু নির্দিষ্ট শব্দ ব্লক করে রাখা যাবে, কেউ সেই শব্দ লিখলে তাকে অস্থায়ীভাবে মিউটও করা যাবে।

নতুন ইনবক্স ও চ্যাট ফিচার

কনটেন্ট নির্মাতাদের জন্য থাকছে:

আরও পড়ুন

- ক্রিয়েটর ইনবক্স, যেখানে থাকবে ‘আনরিড’ এবং ‘স্টার চিহ্নিত’ মেসেজ আলাদা করে রাখার সুবিধা।

- কাস্টম রিপ্লাই ফিচার, যেটি দিয়ে দ্রুত উত্তর দেওয়া যাবে।

- ক্রিয়েটর চ্যাট রুম, যেখানে ফলোয়ারদের সঙ্গে সরাসরি চ্যাট করা যাবে (শর্ত: নির্মাতার বয়স ১৮+ এবং ফলোয়ার ১০ হাজারের বেশি হতে হবে)।

পোস্ট করার আগেই চেক করুন কনটেন্ট

‘কনটেন্ট চেক লাইট’ নামের নতুন একটি ফিচার দিয়ে পোস্ট দেওয়ার আগে দেখা যাবে কনটেন্টটি For You ফিডের জন্য উপযুক্ত কি না। ভবিষ্যতে এটি আরও উন্নত হবে এবং কমিউনিটি গাইডলাইনের সঙ্গে মিলিয়ে কনটেন্ট যাচাইয়ের সুযোগও দেবে।

মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিচ্ছে টিকটক

টিকটক এবার ব্যবহারকারীদের ডিজিটাল লাইফ ব্যালান্স রাখতে শুরু করেছে ‘ওয়েলবিয়িং মিশন’ নামের উদ্যোগ। এতে:

- থাকবে ছোট কুইজ আর ফ্ল্যাশ কার্ড

- মিশন শেষ করলে মিলবে ডিজিটাল ব্যাজ

- পাশাপাশি আসছে নতুন ‘ওয়েলবিয়িং এক্সপেরিয়েন্স’ যেখানে স্ক্রিন টাইম রিপোর্ট, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ও মন শান্ত করার অডিও থাকবে

টিকটক বলছে, তারা এখন এমন একটি ডিজিটাল পরিবেশ তৈরি করতে চায় যেখানে কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং কনটেন্ট নির্মাতারাও পাবেন নিরাপদ ও ইতিবাচক অভিজ্ঞতা তৈরির জন্য দরকারি টুলস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার থেকে কিশোরী নিখোঁজ

সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই : মির্জা ফখরুল

পানিতে প্লাবিত বগুড়ার আজিজুল হক কলেজ: ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা | Daily Karatoa

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন সামগ্রিক প্রভাব বিবেচনা করেই অংশীজনের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত

হবিগঞ্জে সম্পূর্ণ কাজের আগেই বিল তুলতে গিয়ে ধরা প্রকৌশলী

ইসলামের দৃষ্টিতে বিয়ের ১৫ উপকারিতা