হোয়াটসঅ্যাপের আনরিড সব মেসেজ দেখতে পাবেন এক ক্লিকে

হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনে তাদের প্ল্যাটফর্মে। হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই এই আপডেট করে থাকে তারা। নিরাপত্তা ফিচার থেকে এআই সব দিকেই নজর রাখছে হোয়াটসঅ্যাপ।
এবার আরও একটি নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এটি তাদের জন্য বেশ উপকারী হবে যারা ব্যস্ততার কারণে হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারেন না। অনেক জরুরি মেসেজও আনরিড থেকে যায়। এখন এক ক্লিকেই সব আনরিড মেসেজ দেখতে পাবেন।
একটি নতুন এআই-চালিত ফিচার নিয়ে আসতে চলেছে। এই ফিচারটির নাম কুইক রিক্যাপ ফিচার। বিশেষ ফিচারটি এমন একটি ফিচার, যা সেইসব ব্যবহারকারীদের জন্য খুবই সহায়ক প্রমাণিত হবে, যারা প্রতিদিন নানা কাজে ব্যস্ত থাকেন এবং দীর্ঘ কনভার্সেশন দেখার জন্য বারবার স্ক্রোল করে সময় নষ্ট করতে চান না।
নতুন কুইক রিক্যাপ ফিচার ফিচার ব্যবহারকারীদের একদিকে যেমন সময় সাশ্রয় করবে, তেমনই চ্যাট অভিজ্ঞতাও উন্নত করতে সাহায্য করবে। এই ফিচারের সহায়তায় ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে চ্যাট স্ক্রোল না করেই নিজেদের আনরিড মেসেজগুলোর সারাংশ দ্রুত পড়তে সক্ষম হবেন।
অর্থাৎ চ্যাটটি পড়ার জন্য ব্যবহারকারীকে সম্পূর্ণ স্ক্রোল করতে হবে না। অর্থাৎ যদি ব্যবহারকারী দীর্ঘদিন ধরে কোনো চ্যাট খুলে দেখতে না পারেন এবং সেই চ্যাটে প্রচুর মেসেজ জমে থাকে, তাহলে এই ফিচারটি ব্যবহারকারীকে কয়েক সেকেন্ডের মধ্যেই মেসেজের সম্পূর্ণ সারাংশ দিয়ে দেবে।
আরও পড়ুনফিচারটি মেটা এআইয়ের সাহায্যে কাজ করবে। ব্যবহারকারীরা সর্বোচ্চ প্রায় পাঁচটি পর্যন্ত চ্যাট নির্বাচন করে পড়তে পারবেন। তারপর উপরের ডান দিকে থ্রি-ডট মেন্যুতে ক্লিক করে কুইক রিক্যাপ ফিচারটি নির্বাচন করতে হবে এবং ব্যবহারকারী মেসেজের সারাংশটি পড়তে পারেন। এই ফিচারটি প্রাইভেট এবং গ্রুপ উভয় চ্যাটেরই সারাংশ দিতে সক্ষম।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি মেটা প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে কাজ করবে। অর্থাৎ মেসেজের ডাটা কখনোই রিডেবল ফরম্যাটে হোয়াটসঅ্যাপ বা মেটায় পৌঁছবে না। ডাটা এনক্রিপ্ট করা থাকবে। ব্যবহারকারীদের মনে রাখতে হবে যে, অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি দ্বারা প্রোটেক্টেড মেসেজগুলো এই ফিচারের অন্তর্ভুক্ত থাকবে না।
এই অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি ফিচারটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন অ্যান্ড্রয়েড ২.২৫.২১.১২-তে পাওয়া যাচ্ছে। শিগগির এটি বিটা ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।
মন্তব্য করুন