বগুড়ার আদমদীঘি বিএনপি অফিসে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক রানা আহমেদকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রানা আহমেদ আদমদীঘি সদরের শিয়ালশন গ্রামের মোর্কারম হোসেনের ছেলে।
সে আদমদীঘি সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিল। এ মামলায় গত বুধবার দুপুরে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রানা আহমেদকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, বুধবার বিকেলেই গ্রেফতারকৃত রানাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন