নওগাঁর ধামইরহাটে প্রবাসী নারীর সাথে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে ৭ সাত লাখ টাকা আত্মসাৎ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রবাসী নারীকে মিথ্যে বিয়ের ফাঁদে ফেলে রবিউল ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ন্যায় বিচারের দাবিতে ভুক্তভোগী ওই নারী সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার (৬ আগস্ট) সকালে ধামইরহাটের নিমতলীরে মোড়ে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নারী ফজিলাতুন নেছা। তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের চক ভাইখাঁ গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের মেয়ে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৭ সালে প্রথমে সৌদি আরবে প্রবাস জীবন শুরু করেন তিনি। পরে সেখান থেকে ওমান যান। সেখানে থাকা অবস্থায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বিকন্দখাস (বর্তমানে দক্ষিণ কোকিল) এলাকার আসাদুল ইসলামের ছেলে রবিউল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয়।
পরবর্তীতে ১শ’ টাকার একটি ভুয়া স্ট্যাম্পের মাধ্যমে তাদের বিয়ের চুক্তিপত্র হয়। সেই থেকে দীর্ঘ কয়েক বছর স্বামী-স্ত্রীর হিসেবে একে অপরের সঙ্গে নিয়মিত কথা বলি। পরে তাকে নিজের স্বামী হিসেবে বিশ্বাস করে ব্যাংকের মাধ্যমে তিন লাখ এবং বিকাশের মাধ্যমে সাড়ে চার লাখ টাকা জমানোর জন্য পাঠিয়ে দেন।
আরও পড়ুনতিনি আরও জানান, তাকে উপজেলার হরিতকীডাঙ্গা বাজারে একটি ফার্মেসির ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত তৈরি করে দেন। পরে জানতে পারেন সে তাকে ভুয়া স্ট্যাম্পের মাধ্যমে বিয়ের নাটক সাজিয়ে তার টাকাগুলো আত্মসাৎ করেছে। এছাড়া সে বিবাহিত এবং একটি ছেলের বাবা। তাকে মিথ্যে কথা বলে এতগুলো টাকা আত্মসাৎ করেছে।
তিনি প্রশাসনের কাছে বিচার দাবি করে কষ্টের উপার্জিত টাকা দ্রুত ফেরত চান। এ ব্যাপারে অভিযুক্ত রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়ায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
মন্তব্য করুন