ফিলিস্তিন-ইসরায়েল
আমাদের একমাত্র দাবি দ্বি-রাষ্ট্র সমাধান : ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে শান্তিপূর্ণভাবে দ্বি-রাষ্ট্র সমাধান নীতির বাস্তবায়নই ফ্রান্সের একমাত্র দাবি বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি নিজে।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন ম্যাক্রোঁ। সেই সাক্ষাৎকারেরই অংশবিশেষ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন তিনি।
ভিডিওবার্তায় ম্যাক্রোঁ বলেছেন, “ফ্রান্স যা চায়, তা হলো (আল আকসা অঞ্চলে) পাশাপাশি দু’টি রাষ্ট্র থাকবে। একটি রাষ্ট্র হবে ইসরায়েল, যা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে; অপর রাষ্ট্রটি হবে ফিলিস্তিন— যা ইসরায়েলকে স্বীকৃতি দেবে।”
ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের জেরে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দারা দুই বছর ধরে যন্ত্রণা, ভোগান্তি এবং দুর্দশা’র মধ্যে কাটানোর পাশাপাশি মানবিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে ম্যাক্রোঁ বলেন, “সত্যি বলতে, প্রতিটি জীবন মূল্যবান। ফিলিস্তিনিরা নিদারুণ ভোগান্তির মধ্যে রয়েছে। তাদের জীবন চুরি যাচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা যা চাই, ফ্রান্স য চায়— তা হলো শান্তি।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজ সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ মিলনায়তনে শুরু হচ্ছে বৈশ্বিক সম্মেলন। এই সম্মেলনের আয়োজক দেশ ফ্রান্স এবং সৌদি আরব।
আরও পড়ুনসিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছেন, এই সম্মেলন মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে প্রাথমিক পদক্ষেপ।
“আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবো, কিন্তু সেখানে দূতাবাস আমরা স্থাপন করব তখনই, যখন গাজার সব জিম্মি মুক্তি পাবে,” সিবিএসকে বলেছেন ম্যাক্রোঁ।
সূত্র : আনাদোলু এজেন্সি
মন্তব্য করুন