ফরিদপুরে পরিত্যক্ত ঘর থেকে তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় একটি পরিত্যক্ত ঘর থেকে পিয়াস শেখ (১৬) নামে এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ৩নং ওয়ার্ডের চন্ডিদাসদি গ্রামে মরদেহটি পাওয়া যায়।
নিহত পিয়াস ওই গ্রামের ফেরদাউস শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজ ছিলেন পিয়াস। রোববার গভীর রাতে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা টিনশেড ঘরে গিয়ে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।
আরও পড়ুনমরদেহের পাশে একটি বাঁশের ধর্ণায় গামছা ঝুলছিল এবং পাশে একটি প্লাস্টিকের চেয়ার পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চেয়ার ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
স্থানীয়রা জানায়, পিয়াস মাদকে আসক্ত ছিল এবং মাঝে মধ্যে ঘুমের ওষুধসহ বিভিন্ন মাদক গ্রহণ করত।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন