ভিডিও সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

লালমনিরহাটে আগাম ফুলকপি ও বাঁধাকপি চাষে স্বপ্ন দেখছেন চাষিরা

লালমনিরহাটে আগাম ফুলকপি ও বাঁধাকপি চাষে স্বপ্ন দেখছেন চাষিরা, ছবি সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে এবার আবহাওয়া অনুকূলে থাকায় আগাম ফুলকপি ও বাঁধাকপি চাষে স্বপ্ন দেখছেন চাষিরা। ফুলকপি ও বাঁধাকপি চাষিরা জানান, বীজ বপন থেকে ৭০/৭৫ দিনের মধ্যেই ফুলকপি ও বাঁধাকপি বাজারজাত করা সম্ভব। অল্প সময়ে স্বল্প খরচে অধিক মুনাফা পেতে আগাম জাতের কপি চাষের বিকল্প নেই। আগাম ফসলে বাজারে চাহিদা বেশ ভালো থাকে। কপির চাহিদা থাকলে দামও ভালো থাকে। এবারও আগাম ফুলকপি ও বাঁধাকপির কদর বেড়েছে সবজির বাজারে।

আগাম জাতের ফুলকপি আর বাঁধাকপি চাষের জন্য তুলনামূলক উঁচু জমি নির্বাচন করতে হয়। পানি জমে না এমন জমি আগাম সবজি চাষের জন্য উপযুক্ত। চারা রোপণ করে প্রয়োজনীয় সার, কীটনাশক ও সেচ দিয়ে পরিচর্যা করলে ৭০/৭৫ দিনের মধ্যেই ফুলকপি আর বাঁধাকপি ঘরে তোলা সম্ভব।

আগাম সবজি হিসেবে সারা বাংলাদেশের বাজারে ফুলকপি আর বাঁধাকপির চাহিদা রয়েছে প্রচুর। লালমনিরহাটের চাষিদের উৎপাদিত সবজি প্রতিদিন ট্রাকে করে দেশের রাজধানী ঢাকাসহ সারাদেশের বড় বড় সবজি হাট-বাজারে বিক্রি হচ্ছে।

হাট-বাজারে সবজির চাহিদা থাকায় বিক্রি করতেও ঝামেলা নেই চাষিদের। পাইকাররা ক্ষেত থেকেই এসব সবজি ক্রয় করে নিয়ে হাট-বাজারে বিক্রি করছেন। অনেক সময় পাইকাররা কৃষকদের ক্ষেত কিনে শ্রমিক দিয়ে সংগ্রহ করে বাজারজাত করছেন। সব মিলিয়ে মুনাফা পেয়ে বেশ খুশি লালমনিরহাট জেলার চাষিরা।

আরও পড়ুন

লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের কোদালখাতা সরকারটারি গ্রামের কৃষক রহিম উদ্দিন ও ভাটিবাড়ী গ্রামের আক্কাস আলী বলেন, আমাদের জমিতে কয়েকদিনের মধ্যে ফুলকপির চারা রোপণ করবো। বর্তমানে চারাগুলো বেড়ে উঠছে।

স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, হাট-বাজারের চাহিদা বিবেচনা করে চাষিরা আগাম জাতের বিভিন্ন সবজি চাষাবাদ করেন। এবার আবহাওয়া ও বাজার দুটোই ভালো থাকায় সবজি চাষে লাভবান হবেন চাষিরা। সেই সাথে আমরা চাষিদের পরামর্শ দিয়ে আসছি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরের নার্সারি থেকে মরিচের চারা কিনে দিশেহারা কৃষক

চট্টগ্রামে অস্ত্রসহ ৬ উপজাতি সন্ত্রাসী আটক

করতোয়া সম্পাদকের ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় আসামির ছয় মাস জেল ও ৮ লাখ টাকা জরিমানা

বগুড়াসহ দেশের ১৬ ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে ওটিপি‘র মাধ্যমে চাল বিতরণ শুরু

নারায়ণগঞ্জে মিললো গাজীপুর সিটির বস্তাভর্তি এনআইডি কার্ড

বগুড়ার শিবগঞ্জে কৃষকের তিন হাজার বেগুন ও ৯শ’ কলাগাছ কর্তনের অভিযোগ