গুরুতর আহত ‘স্পাইডার ম্যান’ খ্যাত টম হল্যান্ড

গুরুতর আহত হয়েছেন স্পাইডার ম্যান-খ্যাত হলিউড তারকা টম হল্যান্ড। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ব্লকবাস্টারের সেটে একটি স্টান্ট ভুল হওয়ার কারণে আঘাত পেয়েছেন টম হল্যান্ড। ধারণা করা হচ্ছে, স্টান্টের সময় ভুল হওয়ায় পড়ে যাওয়ার সময় মাথা ফেটে গেছে তার। পরে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় তাকে।
এ ঘটনায় একজন ডাবল স্টান্ট নারীও গুরুতর আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। অভিনেতা ও ওই নারী দু’জনকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।
ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওয়াটফোর্ডের লিভসডেন স্টুডিওতে একজন আহত ব্যক্তির জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। পরে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।
আরও পড়ুনএভাবে গুরুতর আহত হওয়ার ঘটনায় শুক্রবার হার্টসের ওয়াটফোর্ডের লিভসডেন স্টুডিওতে ১৫০ মিলিয়ন পাউন্ডের স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র শুটিং স্থগিত করা হয়। আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত শুটিং স্থগিত রাখা হতে পারে।
অভিনেতার বাবা কৌতুক অভিনেতা ডমিনিক একটি নৈশভোজে অংশ নিয়ে ছেলের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তার ছেলে কিছুদিনের জন্য শুটিং থেকে দূরে থাকবেন। নৈশভোজের অনুষ্ঠানে অবশ্য ২৯ বছর বয়সী অভিনেতা টম হল্যান্ড এবং তার সহ-অভিনেতা ও বাগদত্তা জেন্ডায়ারও উপস্থিত ছিলেন। সেখানে তারা একসঙ্গে ছবি তুলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেখান থেকে কিছুক্ষণ পরই চলে যান টম হল্যান্ড।
মন্তব্য করুন