বসতবাড়িতে হামলা-ভাঙচুর করে দখল চেষ্টার অভিযোগ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করাসহ জবর দখল চেষ্টার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় ভুগছেন এ পরিবারটি। আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর উপজেলার সীমান্ত সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের তালুক সাহাবাজ গ্রামে দেখা গেছে- মোহাম্মদ আলীর ঘরবাড়ি ভাঙচুরের চিত্র। এ নিয়ে থানায় একটি অভিযোগপত্র দাখিল করা হয়।
এলাকাবাসী ও থানার অভিযোগ সুত্রে জানা যায়, তালুক সাহাবাজ গ্রামের মছির উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী তার নিজস্ব ছয় শতক জমির বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এরই মধ্যে প্রতিবেশী আব্দুল গফুর মিয়ার ছেলে মকবুল হোসেন ও মজিবর রহমান ওই ছয় শতক জমি দাবি করে দখল করার পাঁয়তারা করছেন।
ভুক্তভোগি মোহাম্মদ আলী বলেন, আদালতের রায় এবং এসিল্যান্ড আমাদের পক্ষে রিপোর্ট দিলেও তা মানছে না মকবুল হোসেনরা। আমাদের ওই ছয় শতক জমি দখলের জন্য হামলা করেছে। সার্বিক বিষয়ে আমি সুষ্ঠু বিচার দাবি করছি।
আরও পড়ুনএ বিষয়ে অভিযুক্ত মকবুল হোসেনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তাদের পাওয়া যায়নি। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, মোহাম্মদ আলীর ঘর ভাঙচুর সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন। সেটি তদান্তাধীন রয়েছে।
মন্তব্য করুন