ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

র‌্যাব-১৩’র অভিযানে রংপুরে দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

র‌্যাব-১৩’র অভিযানে রংপুরে দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি: র‌্যাব-১৩’র অভিযানে রংপুরে দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান আসামী মোঃ মিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, ধৃত আসামী মোঃ মিন্টু মিয়া পেশায় একজন কবিরাজ। আসামী মাঝে মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী ভিকটিমকে চিকিৎসা করার জন্য ভিকটিমের বাড়িতে যাওয়া-আসা করত। এক পর্যায়ে আসামী ভিকটিমকে শারীরিক সম্পর্ক স্থাপন করার প্রস্তাব দেয় না হলে কখনোই সুস্থ হবে না বলে ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি দেখায়।

এরই ধারাবাহিকতায় সর্বশেষ গত ১ জুলাই দুপুরে ধৃত আসামী ভিকটিমের বাড়িতে এসে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে ভিকটিমকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে রংপুর মহানগরীর হাজীরহাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

আরও পড়ুন

র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানীর আভিযানিক দল শনিবার রাতে রংপুর মহানগরীর হাজীরহাট থানার কেরানীহাট এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী হাজিরহাট এলাকার রাজেন্দ্রপুর (কানপাড়া) গ্রামের কফুল উদ্দিনের পুত্র মোঃ মিন্টু মিয়াকে (৪০) গ্রেফতার করে।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩’র অভিযানে রংপুরে দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

জয়পুরহাটের কালাইয়ে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি ১০ ভরি সোনার গহনা ও টাকা লুট

বগুড়ার আদমদীঘিতে ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা

কুড়িগ্রামে সবুজ উৎসবে শতাধিক পরিবেশ প্রেমীর অংশগ্রহণ

বগুড়ার শিবগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে পাঁচ নারীসহ ৭ মরদেহ উদ্ধার

বগুড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা