ভিডিও শনিবার, ০৯ আগস্ট ২০২৫

রংপুরের পীরগাছায় মাদরাসার আসবাবপত্র চুরি, মামলা এক মাসেও নেয়নি পুলিশ

রংপুরের পীরগাছায় মাদরাসার আসবাবপত্র চুরি, মামলা এক মাসেও নেয়নি পুলিশ। প্রতীকী ছবি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগাছায় একটি মাদসার ফ্যান-ফ্রিজ, সিলিন্ডার, চুলাসহ আসবাবপত্র চুরি করে নিয়ে যাওয়ার এক মাস পেরিয়ে গেলেও থানায় মামলা রেকর্ডভুক্ত করেনি পুলিশ। উল্টো মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালককে বাড়াবাড়ি না করার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কৈকুড়ী ইউনিয়নের শুল্লিপাড়া বালিকা দাখিল মাদরাসায় গত ১ জুলাই চুরির ঘটনাটি ঘটে।

অভিযোগে জানা যায়, গত এক বছর আগে মাদরাসায় সহকারী শিক্ষক এবং জাহেদা খাতুন মাদরাসা জামে মসজিদের ইমাম হিসেবে যোগ দেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধওগাই গ্রামের রবিউল ইসলাম। তিনি স্ত্রী-সন্তান নিয়ে মাদরাসায় থাকতেন। এরই মাঝে গত ৩০ জুন শিক্ষক রবিউল ইসলাম স্থানীয় কয়েকজন কু-চক্রী ব্যক্তিকে নিয়ে মাদরাসা ও মসজিদের আসবাবপত্র চুরি করে বিক্রির বৈঠক করেন।

বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক তিনি ভুল স্বীকার করে ক্ষমা চান। কিন্তু পরদিন ১ জুলাই ভোরে মাদরাসার ৬টি ফ্যান, একটি ফ্রিজ, গ্যাসের চুলা, সিলিন্ডার ও মূল্যবান আসবাবপত্র চুরি হয়। পরে বিষয়টি জানাজানি হলে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো. নুরুন নবী মিঞাজী যোগাযোগ করেও মালামাল ফেরত পাননি।

আরও পড়ুন

মাদরাসার পরিচালক মাওলানা মো. নুরুন নবী মিঞাজী বলেন, এ ঘটনায় গত ৫ জুলাই পীরগাছা থানায় একটি এজাহার দায়ের করলেও কোন পদক্ষেপ নেয়নি থানা পুলিশ। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও থানায় মামলা রেকর্ডভুক্ত হয়নি উল্টো নানা হুমকি-ধামকি দিচ্ছেন ওই শিক্ষক এবং তার সহযোগীরা। এ নিয়ে বাড়াবাড়ি করলে মব সৃষ্টি করে হামলার হুমকি দেয়া হচ্ছে।

এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা ও পীরগাছা থানার এসআই নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ্য বলে সাক্ষাতে কথা বলবেন বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় ১৬ অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ নির্মাণ হতে যাচ্ছে

আমাদের লক্ষ্য হলো হলগুলোকে শিক্ষাবান্ধব ও রাজনীতিমুক্ত পরিবেশে ফিরিয়ে আনাঃ ঢাবি উপাচার্য

বন্ধের পথে কক্সবাজার সৈকতের ‘লাইফ গার্ড’ কার্যক্রম

মুন্সীগঞ্জে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু

ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ৫০তম সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত