জয়পুরহাটের ক্ষেতলালে দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল সদরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে মিজানুর রহমান চৌধুরী (৬০) নামের একজনকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা গেছে, ক্ষেতলাল সদরে বসবাসকারী সৈয়দ আলী মর্তুজা চৌধুরী রবিন ও মিজানুর রহমান চৌধুরীর মাঝে পূর্বের জের ধরে গতকাল শুক্রবার সকালে ক্ষেতলাল সাব রেজিস্টার অফিসের সামনে কথা বলার এক পর্যায়ে রবিন চৌধুরী উত্তেজিত হয়ে মিজানুর রহমান চৌধুরীকে গালিগালাজ করে।
এরপর মিজান চৌধুরী বাসায় গিয়ে তার স্ত্রী রোকসানা ও শ্য্যালক মাসুদকে নিয়ে ক্ষেতলাল সদর রাস্তায় মন্ডল ট্রেডার্সে এসে রবিন চৌধুরীর উপর হামলা চালায়। এতে সে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় পরবর্তীতে উভয় পক্ষ থানায় সাধারণ অভিযোগ করার পর ওই দিন সন্ধ্যায় ক্ষেতলাল সদর রাস্তা চিশতিয়া হোটেলের সামনে মিজানুর রহমান চৌধুরীর উপর রবিন চৌধুরী ও তার ছেলে হামলা চালালে সে গুরুতর আহত হয়।
আরও পড়ুনপরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। সৈয়দ আলী মর্তুজা চৌধুরী রবিন বলেন, সামাজিকভাবে হেউ প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিজানুর রহমান চৌধুরী আমাকে জড়িয়ে বিভিন্ন ধরণের অসামাজিক কথাবার্তা এলাকার লোকজনের কাছে বলাবলি করে আসছে। এতে আমি প্রতিবাদ করলে আমার উপরে চড়াও হয় এবং হত্যার উদ্দেশ্যে এলোপাতারীভাবে লোহার রড দিয়ে আঘাত করে।
মিজানুর রহমান চৌধুরীর স্ত্রী রোকসানা বলেন, আমার স্বামী একজন সম্মানী ব্যাক্তি। তাকে নিয়ে সমাজে বিভিন্ন অপবাদ দিয়ে আসছে রবিন চৌধুরী। এই নিয়ে দুই জনের মধ্যে বেশকিছুদিন থেকে রেশারেশি চলছে। ঘটনার দিন আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেছে। সেখানে আমি বাধা দিতে গেলে আমাকে ধাক্কা দেয় এবং আমার গলা থেকে সোনার অলংকার ছিনিয়ে নেয়।
ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল করিম বলেন, দুই পক্ষের মারামারির ঘটনা জেনেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন