ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

নীলফামারীর সৈয়দপুরে দুই ভুয়া ডিবি পুলিশ আটক। প্রতীকী ছবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী সৈয়দপুরে দুই ভুয়া ডিবি পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ শনিবার (৯ আগস্ট) বেলা ৩টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া অচিনারডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের কাচারিপাড়ার মো. আশরাফ আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪৬) এবং নীলফামারী সদর উপজেলার চড়াইখেলা ইউনিয়নের দারোয়ানী মোল্লাপাড়া এলাকার মৃত ইনসানের ছেলে মো. ফারুক হোসেন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (৯ আগস্ট) বেলা ৩টায় আটককৃত দু’জন উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অচিনাডাঙ্গা এলাকায় যায়। তারা নিজেকে ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে এলাকার একজন ব্যবসায়ীর কাছে মোটা অংকের টাকা দাবি করেন।

আরও পড়ুন

এতে তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে সৈয়দপুর থানা পুলিশকে অবহিত করা হয়। পরে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন দুই ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২