গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শহিদ জুয়েল রানা উপজেলা মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শহিদ জুয়েল রানা উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন।
আজ শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদের হলরুমে ভার্চুয়ালি এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
আরও পড়ুনঅনুষ্ঠানে শহিদ জুয়েলের বাবা-মা ছাড়াও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির নিবার্হী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন দিপু, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।
মন্তব্য করুন