ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে কেমিক্যাল দিয়ে স্ত্রীর ঠোঁট ঝলসে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে কেমিক্যাল দিয়ে স্ত্রীর ঠোঁট ঝলসে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেফতার

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে কেমিক্যাল দিয়ে স্ত্রীর ঠোঁট ঝলসে দেওয়ার অভিযোগে মিঠু ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার হাজি প্রধানপাড়া মোস্তফাপুর এলাকা থেকে মিঠু ইসলামকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ৫ আগস্ট মোছা. লিমা আক্তার (১৯) তার স্বামীকে প্রধান আসামি করে শ্বশুর, শাশুড়ি ও ননদের নাম উল্লেখসহ মোট চারজনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দেড় বছর আগে পারিবারিক ভাবে লিমার বিয়ে হয় মিঠু ইসলামের সাথে। বিয়ের সময় চার লাখ টাকা ও এক ভরি স্বর্ণালংকার যৌতুক হিসেবে দেওয়া হয়।

স্বামী মাদকাসক্ত হওয়ায় বিয়ের পর থেকেই নানা অজুহাতে লিমাকে শারীরিক নির্যাতন করতেন তিনি। নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় দুই মাস আগে বাবার বাড়ি চলে যান লিমা। পরে স্বামী মিঠু আর নির্যাতন না করার প্রতিশ্রুতিতে তাকে আবার ফিরিয়ে আনেন। তবে ফিরে আনার পর নির্যাতন আরও বেড়ে যায়।

এজাহারে বলা হয়, গত ২ আগস্ট রাতে মিঠু ইসলাম, শ্বশুর মফিজুল ইসলাম, শাশুড়ি রুবি বেগম ও ননদ বিউটি আক্তার মিলে লিমাকে লোহার রড দিয়ে পেটান এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। একপর্যায়ে মিঠু নতুন একটি ভ্যাসলিনের কৌটা এনে দেন।

আরও পড়ুন

সামান্য ঠোঁটে লাগাতেই তীব্র জ্বালা ও ক্ষত হতে শুরু করে। ভুক্তভোগী লিমার দাবি, পরিকল্পিতভাবে ওই ভ্যাসলিনে এসিড মিশিয়ে পুরো মুখ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার পর মিঠু দরজা বন্ধ করে পালিয়ে যান। পরদিন সকালে লিমা বাবার বাড়ি ফিরে আসেন।

স্থানীয় চিকিৎসকের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ৪ আগস্ট বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত শুক্রবার দুপুরে তিনি ছাড়পত্র পান। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, লিমার মুখের ক্ষত কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে হয়ে থাকতে পারে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, গত শুক্রবার রাতে মামলার প্রধান আসামি মিঠু ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গতকাল শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২