ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে : মুফতী রেজাউল করিম

বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে : মুফতী রেজাউল করিম

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, একটা দল পিআর পদ্ধতি বুঝে না। তারা বলে পিআর খায় না গায়ে দেয়। এসব বলে জনগণের মতমতকে অবমূল্যায়ন করার চেষ্টা করছে।

৬০ ভাগ মানুষের মতামতকে উপেক্ষা করে ৩০ থেকে ৪০ ভাগ ভোট পেয়ে নির্বাচিতরা সুন্দরভাবে দেশ চালাতে পারবে না। এ জন্য ঐতিহাসিক নির্বাচন পদ্ধতি হলো পিআর। তিনি গতকাল শুক্রবার বিকেলে এনায়েতপুর থানার খুকনী হাইস্কুল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এনায়েতপুর উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে তিনি।

তিনি আরও বলেন, বিশ্বের প্রায় ৯১টি দেশ পিআর পদ্ধতির নির্বাচনে দেশ চলছে। এটা নতুন আবিস্কৃত কোন পদ্ধতি না। এই পদ্ধতিতে সকলের মতামত বাস্তবায়ন হয়। পিআর পদ্ধতিতে দেশ চললে আর ফ্যাসিস্ট সৃষ্টি হবে না, বরং পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংসদের প্রতিনিধিত্ব করতে পারবে। এজন্য একটি দল অস্থির হয়ে পড়েছে।

আরও পড়ুন

টালমাটাল হয়ে বলে পিআর খায় না মাথায় দেয়। ইসলামী আন্দোলন এনায়েতপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আলমগীর হোসেনের সভাপতিত্বে গণসমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাস্টার মজিবর রহমান।

এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) হাজী মুফতী শেখ মুহাম্মদ নুরুন নাবী, কেন্দ্রীয় কৃষি ও শ্রমবিষয়ক উপ-কমিটির সদস্য মুফতী মুহাম্মদ মুহিবুল্লাহ, সিরাজগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ তালুকদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মোতালিবুর রহমান সাইফি, এনায়েতপুর উপজেলা জামায়াতের আমির ডা. সেলিম রেজা ও এনসিপি প্রতিনিধি মুছা হাসেমিসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে সিরাজগঞ্জের চারটি সংসদীয় আসনে প্রার্থীতা ঘোষণা ও পরিচয় করিয়ে দেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২