ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে নির্বাচনে মানুষের আস্থা ফেরানোই বড়ো চ্যালেঞ্জ : প্রধান নির্বাচন কমিশনার

আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে নির্বাচনে মানুষের আস্থা ফেরানোই বড়ো চ্যালেঞ্জ : প্রধান নির্বাচন কমিশনার

রংপুর জেলা প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার এ এম এম. নাসির উদ্দিন বলেছেন, বিগত কয়েকটি নির্বাচন বিতর্কিত হওয়ায় নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট হয়ে  গেছে। তাই নির্বাচনে আস্থা ফেরানো ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে মানুষকে ভোটকেন্দ্র মুখী করাই বড়ো চ্যালেঞ্জ। যে কোনো অভ্যুত্থানের পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

পৃথিবীর বিভিন্ন দেশেও তাই হয়েছে, সেই তুলনায় বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলার অবস্থা অনেকটা আশাব্যঞ্জক। তবে আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে কমিশন প্রস্তুত আছে। আজ শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের উপর আস্থা আছে জন্যই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে আমরা কাজ করে যাচ্ছি।

দেশের সচেতন মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব। নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কেন্দ্র করে আমরা সকল পরিকল্পনা গ্রহণ করেছি। জাতির কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ইসি প্রতিজ্ঞাবদ্ধ।

আরও পড়ুন

গুজব কিংবা অপতথ্য এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর অপব্যবহার সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। গুজব প্রতিরোধে মানুষকে সচেতন করার পাশাপাশি কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস বা প্রচার করা থেকে বিরত থাকতে তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার। পরে তিনি বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় রংপুরের বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম, এনডিসি, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলীসহ রংপুর বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া ‘থানা’ খুলে ভারতে গ্রেপ্তার সাবেক তৃণমূল কংগ্রেস নেতা

বরিশালে ৫ম দিনের মতো ব্লকেড কর্মসূচি

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা জানালো ইসি সচিবালয়

অক্টোবরে দুই এশীয় দলের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

পুতিন নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছেন : জেলেনস্কি

২৯৫ বল হাতে রেখে ওয়ানডে ম্যাচ জয়!