নাটোর বাগাতিপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’এ প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য যুব র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব উদ্যোক্তারা অংশ নেন। বক্তারা বলেন, দেশের এক-তৃতীয়াংশ মানুষ যুবক। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দক্ষ যুবশক্তি গড়ে তুলতে পারলে তারা অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।আলোচনা শেষে ২০ জন উদ্যোক্তার মাঝে ২১ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক এবং ৫০টি গাছের চারা বিতরণ করা হয়।
আরও পড়ুন
মন্তব্য করুন