৫০ বছরে পদার্পণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশিক খান
‘দৈনিক করতোয়া সত্য সংবাদ তুলে ধরায় মানুষের মাঝে বিপুল গ্রহণযোগ্যতা অর্জন করেছে’

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে দৈনিক করতোয়া পত্রিকা ৫০ বছরে পদার্পণ করায় কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় স্থানীয় বাসষ্ঠান্ডে শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে শেরপুর প্রতিনিধি আকরাম হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান। এ সময় তিনি বলেন দেশ ও জনগনের কথা বলার অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করেছিল দৈনিক করতোয়া। সেই অঙ্গিকার রক্ষা ও সত্য সংবাদ প্রকাশের কারণে মানুষের মাঝে বিপুল গ্রহনযোগ্যতা তৈরী করেছে তা সকলের জন্যই অনুসরণযোগ্য। ৪ যুগেরও বেশি সময় ধরে সত্য সংবাদ, ন্যায় ও মানবিকতার পক্ষে অটল থেকে মানুষের আশা-আকাঙ্খা তুলে ধরেছে এই পত্রিকা। পাঠকের আস্থা ও ভালোবাসায় আজ ৫০ বছরের গৌরবময় যাত্রা সম্পন্ন করেছে যা বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে এক অনন্য মাইলফলক।
আরও পড়ুনএ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজিব শাহরীন, ইন্সপেক্টর তদন্ত জয়নুল আবেদিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, সহকারি অধ্যাপক রাজু আহম্মেদ, যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, ভোরের ডাকের প্রতিনিধি শাহ জামাল কামাল, সংগ্রামের প্রতিনিধি তোফায়েল আহম্মেদ, দিনকালের প্রতিনিধি শহিদুল ইসলাম শাওন, ভোরের দর্পনের প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, আমার দেশের প্রতিনিধি আবু জাহের, সময়ের কাগজের প্রতিনিধি আব্দুল মোমিন, সাংবাদিক শরিফ উদ্দিন, যোবায়ের হোসাইন, মাসুম প্রমুখ।
মন্তব্য করুন