ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

কেন অভিনয় ছাড়তে চান তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টি।

বিনোদন ডেস্কঃ ছোটপর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। টেলিভিশন নাটক কিংবা ইউটিউবে প্রায় প্রতিদিনই কোনো না কোনো নাটকে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। সাবলীল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতিতে ছোটপর্দায় নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। এবার জানালেন অভিনয় থেকে সরে যাওয়ার পরিকল্পনার কথা। বললেন, বিয়ের পর আর অভিনয় নয়, সংসার আর নিজের জীবনকে প্রাধান্য দিয়ে থিতু হতে চান দেশের বাইরে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিয়া বৃষ্টি বলেন, ‘বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার আর ক্যারিয়ার-এই দুটি একসঙ্গে ঠিকমতো টানা যায় না। আগামী পাঁচ বছর আমি অভিনয়ে যতটুকু সময় দিতে পারি, দিতে চাই। এরপর সংসার জীবন বেছে নেব। দেশের বাইরে সেটল হতে চাই।’ তানিয়া বৃষ্টির এই ঘোষণার পর আবারও আলোচনায় এসেছে তাঁর ব্যক্তিগত জীবন। ২০১৭ সালে তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন। সেই সংসার টেকেনি। পরে গুঞ্জন ওঠে সহশিল্পী আরশ খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে। যদিও তানিয়া এসব গুজব বলে উড়িয়ে দেন। তিনি বলেন, ‘আমি যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই আমার খুব কাছের। সেটের বাইরেও আমাদের বন্ধুত্ব থাকে, আড্ডা হয়। এ থেকেই অনেক সময় ভুল বোঝাবুঝি বা গুজব তৈরি হয়।’

মোশাররফ করিমের সঙ্গে কাজ করে শেখার অভিজ্ঞতা তুলে ধরে তানিয়া বলেন, ‘তাঁর সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। শুধু ক্যামেরার সামনেই নয়, ক্যামেরার বাইরেও তিনি দারুণ একজন গাইড।’

আরও পড়ুন

সহশিল্পী নিলয় আলমগীরকে নিয়ে বলেন, ‘নিলয় আমার ভাই-ব্রাদার টাইপের মানুষ। আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই, যেটি নিয়ে অন্যভাবে ভাবার সুযোগ আছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন