ছেলের বন্ধুরা আমাকে ‘আন্টি’ না ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী
_original_1758030954.jpg)
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন। খুব অল্প বয়সে মা হওয়ার কারণে ছেলে অভিমন্যুর (ঝিনুক) সঙ্গেই যেন বেড়ে উঠেছেন এই অভিনেত্রী। পুত্রের সঙ্গে শ্রাবন্তীর বয়সের ব্যবধান মাত্র ১৬ বছর।
কিছু দিন পরই দুর্গাপূজা। দীর্ঘ ১০ বছর পর পূজায় মুক্তি পাচ্ছে শ্রাবন্তী অভিনীত ‘দেবী চৌধুরাণী’ সিনেমা। এ উপলক্ষে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, অভিমন্যুর বন্ধুরা কি শ্রাবন্তীকে ‘আন্টি’ বলে ডাকে? জবাবে শ্রাবন্তী বলেন, ছেলের বন্ধুরা তো আমারও বন্ধু! দু-একজন ছাড়া আর কেউ ‘আন্টি’ বলে না। ওদের সবার কাছে আমি দিদি।
খুব কাছ থেকে জেন-জিদের সঙ্গে মিশছেন। ইন্ডাস্ট্রিতেও অনেকে আপনার ছেলের বয়সি, তারাও কাজ শুরু করছেন। কী পার্থক্য লক্ষ করছেন? জবাবে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ছেলে এবং ওর বন্ধুদের সঙ্গে মিশি তো! তাই লিঙ্গসাম্য নিয়ে ওদের সচেতনতা, ওদের ভাষা সহজেই বুঝতে পারি। আগে সমাজমাধ্যমের এত বাড়বাড়ন্ত তো ছিল না। কত ‘গোস্ট পোর্টাল’ তৈরি হয়েছে। যা পারে তাই লিখে দেয়। তাই নতুনদের বলতে চাই, প্রথম কাজ ভালো না হলে পরেরটা যাতে ভালো হয়, সেই দিকে মনোযোগ দিতে হবে। অন্য কোনো কিছু নিয়ে মনখারাপ যেন না করে।
আরও পড়ুন
আপনার আগের সিনেমার প্রিমিয়ারে প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাস এসেছিলেন। সেই ভিডিও নিয়েও তো খুব আলোচনা হয়েছিল। এ প্রসঙ্গে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, উফ! সে আর বলতে। আামি আর ঝিনুক খুব হেসেছিলাম। ঝিনুক ওর বাবাকেও (রাজীব বিশ্বাস) বলেছে। ওর বাবা বলেছে আমি যে কোথায় যাব!
এসব বিষয়ে বিরক্ত হয় না ঝিনুক? শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, তর্ক-বিতর্ক, ট্রোল, সমালোচনা—সবকিছু থেকে শতহাত দূরে আমার ছেলে। ফেসবুকে নেই, শুধু ইনস্টাগ্রামে রয়েছে। মজার রিল ভিডিও দেখে ব্যস, এটুকুই।
মন্তব্য করুন