আমি খুব আবেদনময়ী: মনোজ বাজপেয়ী

বলিউডে স্পষ্টভাষীদের মধ্যে অন্যতম মনোজ বাজপেয়ী। বিভিন্ন সময় বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করে আলোচনা সমালোচনায় এসেছেন। এবার নিজেকে নিয়েই করলেন বিস্ফোরক মন্তব্য। অভিনেতা নিজেকে বেশ সেক্সি মনে করেন।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ বলেন, “আমি খুব কম সময়ই কোনো ধনী ব্যক্তির চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। বলিউডে অধিকাংশ সময়ই তুমি কেমন দেখতে। তোমার চেহারা কেমন তার ওপর নির্ভর করে দিনের পর দিন একইরকম চরিত্রে অভিনয়ের সুযোগ আসে, সেক্ষেত্রে টাইপকাস্ট হওয়ার মতো বিষয়টিও থেকে যায়। তবে আমার মনে হয় এটা অভিনেতার মধ্যেকার কোনো খামতি না, বরং এটা পরিচালকদের সীমাবদ্ধতা যে, তারা অভিনেতাদের মধ্যে থাকা সেই গুণগুলো খুঁজে বের করে তাদের উপযুক্ত চরিত্র দিতে পারেন না। ক্যালেন্ডারের পাতায় দর্শক ভগবানকে যে রূপে দেখে সেভাবে সেই চরিত্রে অভিনেতাদের দেখতে চান। দর্শক কি বাস্তবে ভগবানের সাক্ষাৎ পেয়েছে?পায়নি।
এরপর অভিনেতা বলেন, “আমার চোখে আমি নিজে খুবই সেক্সি। কিন্তু আমাকে ইন্ডাস্ট্রির পরিচালকেরা এইভাবে কখনও আবিষ্কার করতেই পারেননি। এটা তাদের ব্যর্থতা। তাই তারা সবসময় আমাকে খলনায়কের চরিত্রেই রাখেন। তারা আমার মধ্যে থাকা আবেদন কখনও দেখে উঠতে পারেননি।
আরও পড়ুনএর আগে রাশমিকা মান্দানাকে ইঙ্গিতে খুঁচিয়েছিলেন মনোজ। বলেছিলেন, “আমি আমার সবটুকু দিয়ে একটা ছবির জন্য অভিনয় করার পর সঠিক সম্মান বা স্বীকৃতি পাই না। অথচ শুধুমাত্র পিআর স্টান্টের মাধ্যমে ‘সেরা অভিনেতা’ বা ‘জাতীয় ক্রাশ’ এই তকমা পেয়ে যান। এটি আমার মতো অভিনেতার জন্য অত্যন্ত অপমানজনক।
মন্তব্য করুন