ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় ২ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জন উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

বগুড়ায় ২ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জন উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: ডিবি, বগুড়ার বিশেষ অভিযানে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সক্রিয় সংঘবদ্ধ চক্রের ২ জন আসামি গ্রেফতার এবং অপহৃত চারজনকে উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, গতকাল সোমবার সারয়াকান্দি উপজেলার নান্দিনার চর এলাকার কুদ্দুস প্রামানিকের ছেলে খোরশেদ আলম (৩৩) সদর থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহারে তিনি উল্লেখ করেন যে, গতকাল সোমবার দেড়টার দিকে তার বাবা কুদ্দুস প্রামানিক, দুলাভাই মো. মাজম, ভাগিনা কাওসার এবং তালই মোঃ রশিদ আদালতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাদের অপহরণ করে অজ্ঞাতস্থানে আটকিয়ে রাখে এবং মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে। মুক্তিপণের অর্থ না দিলে অপহৃত এই চারজনকে হত্যার হুমকিও দেয় তারা।

এই ঘটনার জানার পর বগুড়া সদর থানা এবং জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে তদন্ত শুরু করে। ডিবি বগুড়ার একটি  টিম ছায়া তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাত ৮ টার দিকে, শহরের নারুলী পশ্চিমপাড়া গণকবর এলাকা থেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মূলহোতা সারিয়াকান্দি উপজেলার বাঁশগাড়ী এলাকার মোখলেছুর রহমানের ছেলে আমিনুল ইসলাম বুলবুল (৩৫) ও শহরের নারুলি পশ্চিমপাড়া এলাকার জাফর আলীর ছেলে মো. উকিল (৩৮)কে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

এরপর ধৃত আসামিদের দেখানো মতে একই দিন সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের দিকে অপহৃত ওই ৪ জনকে উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আমিনুল ইসলাম বুলবুল এর বিরুদ্ধে ইতিপূর্বে ৪টি নাশকতা ও মাদক সংশ্লিষ্ট মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদেরকে দায়িত্ব পালন করতে হবে : বিচারপতি শাহীন

জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই : ডা. এজেডএম জাহিদ হোসেন

বগুড়া-নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়ায় উচ্ছেদকৃত জায়গায় বৃক্ষরোপণ

নওগাঁর রাণীনগরে ত্রিমোহনী হাটে বৃষ্টি নামলেই হাঁটু পানি

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সুন্দরগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

জয়পুরহাটের পাঁচবিবিতে এবার ৭৫টি মন্ডপে দুর্গা পূজা হবে