বিজ্ঞাপনে তাহসান-মিথিলা কন্যা আইরা

বাবা–মায়ের পথ ধরে এবার শোবিজ দুনিয়াতে পা রাখলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা‘র একমাত্র কন্যা আইরা তেহরীম খান। শুরুটা হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজেই তার সঙ্গে আছেন মা মিথিলা।
গত শনিবার (৯ আগস্ট) প্রকাশিত হয়েছে তাদের অভিনীত প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনচিত্র, যা নির্মাণ করেছেন পিপলু আর খান। বিজ্ঞাপনেও তাদের দেখা গেছে মা–মেয়ে ভূমিকায়।
বিজ্ঞাপনে মা–মেয়ে যুক্ত হওয়ার প্রসঙ্গে মিথিলা বলেন, ‘নির্মাতা দল আমার সঙ্গে যোগাযোগ করে জানিয়েছিল তারা মা ও এক টিনএজ মেয়ে কেন্দ্র করে বিজ্ঞাপনচিত্র বানাতে চায়। আমরা মা–মেয়ে যেমন বন্ধু, তাদের কনসেপ্টও তেমনই ছিল, তাই কাজটি করতে রাজি হই।
আরও পড়ুনআইরা‘র প্রথম অভিনয় অভিজ্ঞতা নিয়ে মিথিলা বলেন, ‘গল্পটা শোনার পর আইরা রাজি হয়। এটি বিজ্ঞাপনচিত্র হলেও, এখানে অভিনয় রয়েছে। সেই অর্থে আইরা‘র এটি প্রথম অভিনয়। অডিশনে ভালো করেছিল। তবে শুটিং শুরুর দিকে একটু নার্ভাস ছিল।
শুটিং অভিজ্ঞতা জানিয়ে মিথিলা আরও বলেন, ‘মেয়ের সঙ্গে প্রথম কাজ করলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল। কিন্তু আইরা‘র জন্য ছিল চ্যালেঞ্জিং কারণ ওর কখনো সারা দিন শুটিং করার অভিজ্ঞতা নেই। আমি ছিলাম সঙ্গে, টিম সদস্যরাও ভীষণ সাপোর্টিভ ছিল। সব মিলিয়ে আইরা ভালোভাবে কাজটি শেষ করতে পেরেছে।
মন্তব্য করুন